আমাদের কথা খুঁজে নিন

   

স্থায়ী হলেন হাই কোর্টের ১০ বিচারক

এই দশ বিচারক হলেন- বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদার, বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এ কে এম সাহিদুল হক, বিচারপতি সহিদুল করিম, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান।
রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, শপথ নেয়ার দিন থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।
সোমবার সকাল সাড়ে ১০টায় এই শপথ অনুষ্ঠান হবে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
আইন  মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি এই ১০ অতিরিক্ত বিচারককে হাই কোর্ট বিভাগের বিচারক হিসাবে নিয়োগ দিয়েছেন।
২০১১ সালের ২০ অক্টোবর এই ১০ বিচারক হাই কোর্ট বিভাগে অস্থায়ী বিচারক হিসাবে নিয়োগ পান।


আইন অনুযায়ী, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া বিচারকরা দুই বছর পর স্থায়ী হওয়ার সুযোগ পান।
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে বর্তমানে মোট ৯১ জন বিচারক রয়েছেন। স্থায়ী হওয়া এই ১০ বিচারকের বাইরে আরো আটজন অস্থায়ী বিচারক এই বিভাগে কাজ করছেন।
তাদের মধ্যে ছয়জন ২০১৪ সালের ১২ জুন অস্থায়ী মেয়াদের ২ বছর পূর্ণ করবেন। অন্য দুইজন গত ৩১ জুলাই নিয়োগ পান।

তাদের দুই বছর মেয়াদ পূর্ণ হবে ২০১৫ সালের ৩০ জুলাই।
এছাড়া প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে মোট নয়জন বিচারক রয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.