আমাদের কথা খুঁজে নিন

   

সাইবার হামলায় বিপর্যস্ত অ্যাডোবি

ভয়ংকর সাইবার হামলার শিকার হয়ে সোর্স কোডসহ ও ২৯ লাখ ক্রেতার তথ্য খুইয়েছে অ্যাডোবি সিস্টেমস। বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, সাইবার হামলার শিকার হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছে অ্যাডোবি কর্তৃপক্ষ।
অ্যাডোবি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ভাগ্যজনক সাইবার হামলার কারণে ব্যবসা করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। অ্যাডোবির জনপ্রিয় ‘অ্যাক্রোব্যাট’ ‘কোল্ডফিউশান’-এর মতো পণ্যগুলোর সোর্স কোড হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে অ্যাডোবির গ্রাহকদের পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে।


অ্যাডোবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্র্যাড আরকিন দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, অ্যাডোবির ওয়েবসাইটে অবৈধ আক্রমণের বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে গ্রাহকদের কোনো ক্ষতি হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।
ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান সফোসের বিশেষজ্ঞরা বলছেন, সোর্স কোড চুরির ঘটনায় মারাত্মক প্রভাব পড়তে পারে। সারা বিশ্বের কয়েক কোটি কম্পিউটারে অ্যাডোবি সফটওয়্যার ব্যবহূত হয়। যদি অ্যাডোবির সফটওয়্যার আপডেটের সময় দুর্বৃত্তরা কোনো ভাইরাস কোড প্রবেশ করিয়ে দেয় তখন তাদের হাতে অসংখ্য কম্পিউটারের নিয়ন্ত্রণ চলে যাবে।


অ্যাডোবি কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা হ্যাকারদের শনাক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছেন এবং এ হ্যাকিংয়ের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হচ্ছেন। এ ছাড়াও অ্যাডোবির গ্রাহকদের অ্যাকাউন্ট ঠিক করা হচ্ছে। যাঁদের অ্যাকাউন্টে পরিবর্তন করার প্রয়োজন হবে তাঁদের কাছে ইমেইল পাঠিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হবে।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.