আমাদের কথা খুঁজে নিন

   

সোহাগের হুঙ্কার

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার হুঙ্কার দিলেন বাংলাদেশের ক্রিকেটের উঠতি তারকা সোহাগ গাজী।

গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে কিউদের বিরুদ্ধে সর্বশেষ ওয়ানডে সিরিজের ফলাফল পুনরাবৃত্তি করার প্রত্যয় করে সোহাগ গাজী বলেন, 'দেশের মাটিতে চেনা কন্ডিশনে খেলছি বলে কিছুটা এগিয়ে আছি। বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং ভালো করতে পারলে ফলাফল আমাদের পক্ষে আসবে। সর্বশেষ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছি। এবারও তেমন ফলাফলের আশা করছি।

'

ড্রেনেজ সিস্টেমের সংস্কারের পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট এক প্রকার নতুন বলা যেতে পারে টাইগারদের কাছে। এ উইকেট খেলার অভিজ্ঞতা দলের কোনো খেলোয়াড়ের নেই। তার ওপর নিউজিল্যান্ডের পেস বোলিং লাইনে রয়েছে ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার আর কোরি অ্যান্ডারসনদের মতো পেস বোলার। তারপরও এ দুটোকে সমস্যা মনে করছেন না গাজী। তিনি বলেন, 'সাম্প্রতিক সময়ে 'এ' দলের ইংল্যান্ডে সফরে পেস বোলারদের ভালোভাবে খেলেছে।

এ সফরে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে খেলোয়াড়রা। এ অভিজ্ঞতা নিউজিল্যান্ড সফরে ভালো কাজে লাগবে। '

নিউজিল্যান্ডের অধিনায়ক ও বিস্ফোরক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে দ্বৈরথের কথা চিন্তা করে রোমাঞ্চিত 'গেইল ঘাতক' খ্যাত এ অফস্পিনার। ম্যাককালামের সঙ্গে দ্বৈরথ বিষয়ে বলেন, ম্যাককালামসহ নিউজিল্যান্ডের সব ব্যাটসম্যানের ব্যাটিং ভিডিও খুব ভালোভাবে দেখেছি। ভিডিও দেখে ওদের দুর্বল দিকগুলো বের করার চেষ্টা করেছি।

ম্যাককালামকে নিয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। ম্যাচে লাইন লেন্থ ঠিক রেখে বল করব। ম্যাচে ব্যাটসম্যানকে রিড করে ঠিক করব, কিভাবে বল করব।

চিরাচরিত চট্টগ্রামের টার্ন উইকেটে প্রথম টেস্ট খেলার কথা চিন্তা করেই বিভোর সোহাগ গাজী। অভিজ্ঞ সাকিব ও রাজ্জাকের সঙ্গে চট্টগ্রামের প্রথম টেস্ট খেলা নিয়ে বলেন, সাকিব ও রাজ্জাক ভাই অনেক দিন ধরে জাতীয় দলে খেলছেন।

তারা অনেক অভিজ্ঞ। আমাদের ইচ্ছা ভালো জায়গায় বল করা। লাইন লেন্থে বল করলে সাফল্য পাওয়া সহজ হবে।

২৮ প্রথম শ্রেণী ম্যাচে ২ সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরি হাকানো সোহাগ গাজী অলরাউন্ডার হিসেবে দেখাতে চান। বোলিংয়ের পাশাপাশি দর্শকদের ব্যাটিং জাদুও দেখাতে চান।

নিউজিল্যান্ড সিরিজে ব্যাটিং টার্গেট নিয়ে গাজী বলেন, 'বোলিংয়ের মতো ব্যাটিংও কিছু দেখাতে চাই। বোলিংয়ের পাশাপাশি ভালো ব্যাট করে দলের জন্য অবদান রাখতে চাই। '

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।