আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ, এর আমীর সমীপে উম্মুক্ত চিঠি



জনাব সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম, আমীর, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ । মহাত্মন, আসসালামু আলাইকুম । আপনাকে কোন সম্বোধনে সম্বোধিত করব । কোন মানুষের একটি গুন থাকলে তাকে সেই গুনে ডাকা যায় । আপনি তো অসংখ্য গুনের ধারক ।

সে-সকল গুনের মধ্যে একদিকে আপনি লক্ষ লক্ষ বাংলাদেশীকে ইসলামের দিশা দিচ্ছেন যেটা আপনার খানদান সূত্রেই প্রবাহমান অন্যদিকে আপনি বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত ইসলামী রাজনৈতিক দলের সম্মানিত আমীর । যে কারনে আমি প্রচুর দিধান্নিত, কোন উপাধি রেখে আপনাকে কোন উপাধিতে সম্বোধন করি । রাজনৈতিক দলের নেতার চেয়ে পীর সাহেব নামে সম্বোধন করাকে আমার জন্য বেশি জরুরী মনে করি । তবে আমি মুহুর্তের জন্য সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আমীর বলেই সম্বোধন করব । বর্তমান সময়ে বাংলাদেশ চরমভাবে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে পার হচ্ছে ।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় রাজনৈতিক দলগুলো যে ভূমিকা পালন করেছে তার মধ্যে আপনার দলের ভূমিকা কম নয় । এ দেশে যারা সুষ্ঠু গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে তাদের মধ্যে আপনার দলের অবস্থান শীর্ষে । প্রচলিত গনতন্ত্র জায়েজ কি না-জায়েজ সে প্রশ্ন আপনার বা আপনাদের অনুসারীদের কাছে তুলব না । তবে এ দেশের অনেক বিশিষ্ট আলেমের মতানুযায়ী ইসলাম রাজনীতির ক্ষেত্রে খিলাফত ব্যবস্থা সমর্থন করে । তাদের মতে, “সকল ক্ষমতার উৎস জনগন” এটা একটি কুফরী মতবাদ ।

কিন্তু আমি সল্প ধর্মজ্ঞানী হওয়ার কারনে বর্তমান প্রেক্ষাপটে গনতন্ত্রের বিকল্প কিছু দেখছি না । আপনার মনে প্রশ্ন আসতে পারে আমার এ কথাগুলো বলার পেছনে কোন যৌক্তিক কারন আছে কি ? স্যার, গত ৩রা অক্টোবর বরগুনা দুই আসনের উপনির্বাচন আমাকে আপনার সমীপে কিছু কথা বলার জন্য নিজ থেকেই তাগিদ দিচ্ছে । বরগুনা দুই আসনে আপনার সমর্থিত প্রার্থী ক্ষমতাশীল আওয়ামীলীগের প্রার্থীর কাছে মাত্র ২২ হাজার ভোটে পরাজিত হয়েছে । আপনার দল যে জনগনের কাছে পরিচিতি এবং গ্রহনযোগ্যতা পেয়েছে এই নির্বাচন তার উৎকৃষ্ট প্রমান । আপনাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে নির্বাচনে ক্ষমতাশীলদের দ্বারা দুর্নীতি হয়েছে ।

ক্ষমতাশীল দ্বারা দুর্নীতি বা প্রভাব-প্রদর্শনী হবে এটা এদেশের জন্য বিরল নয় । এ সরকারের তত্ত্বাবধানে পরিচালিত গত পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সবাই এর প্রমান পেয়েছে । তবে দুর্নীতি হলেও সেটার পার্থক্য যে ২২ হাজার হবে সেটা কিন্তু অসম্ভব ব্যাপারের শামিল । তাছাড়া এ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষনীয় বিষয় বাংলাদেশের প্রথিতযশা অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বি এন পি থেকে কেউ এখানে প্রতিযোগিতা করে নি । আপনার মনোনীত প্রার্থী যে ভোটারদের সমর্থন পেয়েছে তার সিংহভাগ বি এন পি সমর্থিত ।

আওয়ামীলীগের খাস ভোটব্যাঙ্ক কোন অবস্থাতেই ভাঙ্গে না এ কথা প্রায় সর্বজন স্বীকৃত । বর্তমান আওয়ামীলীগ সরকার ইসলাম ধর্মপ্রাণ মুসলমানদের সাথে যে পৈশাচিক আচরন করেছে তা মুসলমান মাত্রেরেই ভোলার কথা নয় । সে কারনে ইসলামকে তার স্বকীয়তা রক্ষার জন্য অন্তত ইসলামকে যারা ভালবাসে তাদের মধ্য থেকে একদলের এ দেশের শাসন ক্ষমতা পাওয়া দরকার । ইসলামকে ভালোবাসার দিক থেকে আপনাদের চেয়ে যোগ্যতর কোন রাজনৈতিক দল বর্তমান বাংলাদেশে নেই । বি এন পি কে ইসলামের ততোটা সমর্থক মনে না হলেও অন্তত শত্রু মনে হয় না ।

তারা মসজিদে আলো না জ্বালালেও অন্তত মসজিদে আগুন ‍দিবে না যেটা আওয়ামী সরকার সমর্থিতদের দ্বারা হয়েছে । আপনারা জামাতকে ইসলামিক দল মনে করে না ঠিক আছে কিন্তু আমাদের মনে রাখতে হবে জামাত ইসলামের শত্রু নয় । হতে পারে তারা ইসলামের স্বার্থের চাইতে আপন স্বার্থ বেশি দেখে । তবুও তারা আল্লাহর উপর পূর্ন আস্থা ও বিশ্বাসের কথা বলে । আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সারা দেশব্যাপী লড়াই করবেন এটা মুসলিম উম্মাহর জন্য আশার বানী ।

আপাত দৃষ্টিতে এদেশের সাংস্কৃতিক ,ভৌগলিক অবস্থান এবং ভোটারদের মানসিকতা আহামরি আপনাদের পক্ষে কি ? নির্বাচনে সাংসদ প্রার্থী হলে আপনারা সর্বোচ্চ একটি থেকে দুটি আসন পেয়ে বসতে পারেন আবার নাও পেতে পারেন । আপনি এবং আপনার দলের নীতি নির্ধারকরা আপনার দলের কিছু অতি উৎসাহী কর্মীদের তথা অনুসারীদের আবেগ-অনুভূতি দেখে মনে করছেন ‍হয়তবা আপনারাই সরকার গঠন করে ফেলবেন । অতীত ইতিহাস কিন্তু তার বিরুপ কথা বলে । গত নির্বাচনে লোক মূখে শুনেছিলাম আপনার অনুসারীরা নাকি নারিকেল গাছের পাতায় হাতপাখা ভেসে উঠতে দেখেছে সুতরাং আপনাদের ঠেকায় কে ? ফলপ্রাপ্তি কিন্তু শুন্যের কোঠায় ছিল । বাংলাদেশের ৩০০ আসন থেকে যদি আপনার মনোনীত প্রার্থীরা ভোটযুদ্ধে নামে তবে তারা স্ব-স্ব অবস্থানে অনেক ভোট পাবে হয়ত তবে সেটা মুসলিম জাতির জন্য হতাশার কারন হয়ে দাঁড়াতেও পারে ।

আমার মনে হয় আপনার দলের প্রার্থীরা যে ভোট পাবে তার ৯৮% ভোট বি এন পি সমর্থিত জোট থেকে বিচ্যুত হয়ে আসবে । তার কারনে ইসলামের শত্রুরা আবারও মুসলমানদের বুকে স্টীম রোলার চালানের সুযোগ পেয়ে বসতে পারে । আমি বুকে হাত দিয়ে বলছি, আমি প্রচলিত গনতন্ত্রের অনুসারী নই । বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামীলীগ বিরুদ্ধ নই । বি এন পি এবং তাদের জোটের দালাল কিংবা অন্ধসমর্থক নই ।

বাংলাদেশে প্রচলিত কোন রাজনৈতিক দলের কর্মীও আমি নই । ছাত্র জীবনে রাজনীতি করাকে হারাম মনে করি । এ দেশের একজন নাগরিক হিসেবে আপনার কাছে উপরের কথাগুলো সদয় বিবেচনার দাবি রাখছি । বিবেচনা করা বা না করা একান্তই আপনার ব্যাপার । আমার দৃঢ় বিশ্বাস আপনি মূর্ত ইসলামিক দার্শনিক ।

আপনার মরোনত্তর সময়ে আপনার প্রতিষ্ঠিত দর্শন এদেশে প্রতিটি মুসমান সন্তানের জন্য পাঠ্য আবশ্যিক হবে । তখন আপনার কোন সিদ্ধান্তের সমালোচনা যাতে কেউ করার সুযোগ না পায় সে কামনাই শুধু আপনার কাছে । ভালো হোক আমাদের আগামীর পথচলা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.