আমাদের কথা খুঁজে নিন

   

তুমি এলে-- আছমা পারভীন।

নক্সী কাঁথার ভাঁজে-ভাঁজে যত্নে রাখা তোমার চিঠি, হল্‌দে পাখি কেবল ডাকে হিজল ডালে সারাটা দিন। উঠোন ভরা লাউয়ের মাচায় ফুটেছে ফুল তারার মতো বুকের মধ্যে কাঁপে ছায়া শূণ্য শয্যা- এক্‌লা আমি। পাতার ফাঁকে কোকিল ডাকে ক’দিন পরই বট্তলাতে, জমবে আবার বোশেখ মেলা তোমার কথা মনে পড়ে। পিয়নটা আর আসে না-তো সেই যে গেলো হতচ্ছাড়া, এবার আমের আচার দেবো নতুন গাছের, তুমি এলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।