আমাদের কথা খুঁজে নিন

   

নয় জেলায় নতুন ডিসি

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবু হেনা মোরশেদ জামানকে ফরিদপুর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক এস এম আলমকে কিশোরগঞ্জ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সোহেল ইমাম খানকে নোয়াখালীর জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (উপ-সচিব) কাজী আশরাফ উদ্দিন পাবনা এবং দুর্নীতি দমন কমিশনের সচিবের একান্ত সচিব জি এস এম জাফরুল্লাহ পেয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসকের দায়িত্ব।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ নেত্রকোনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জহুরুল ইসলাম রোহেলকে গাইবান্ধা, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক এ কে এম শামিমুল হক সিদ্দিকীকে পিরোজপুর এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব এ গাফফার খানকে নড়াইলের জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দয়া হয়েছে।
আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ থাকা অবস্থাতেই এ নির্বাচন হবে। তবে নির্বাচনকালে তিন মাস সরকার কেবল দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করবে। কোনো নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবে না। আর নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলাবাহিনী ও প্রশাসন থাকবে নির্বাচন কমিশনের অধীনে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।