আমাদের কথা খুঁজে নিন

   

যারা ব্লগ দিয়ে ইন্টারনেট চালায় এরাই সুধু বলতে পারে ইউপিএস বিষ্ফোরিত হয়েছে



নিরিহ ককটেল হলে একটা কথা ছিল। বানাচ্ছিল দেশী গ্রেনেড, ৩'' লোহার পাইপের সকেট (GI Socket) উভয় দিকে মুখ বন্ধ করার জন্য থ্রেড কাটা কক (GI Plug), ভেতরে উচ্চ ক্ষমতার বারুদ আর মার্বেল চিপ। টিভি নিউজের ছবিতে এইরকমই দেখলাম, তদন্ত হলে আরো ভালভাবে জানা যাবে। যারা ব্লগ দিয়ে ইন্টারনেট চালায় এরাই সুধু বলতে পারে ইউপিএস বা ল্যাপটপ বিষ্ফোরিত হয়েছে। আইপিএস বা ইউপিএস এ সুধু একটা ব্যাটারি থাকে, আর থাকে চার্জিং সার্কিট। ইনভার্টার সার্কিট। বড়জোর শর্টসার্কিট বা ধোঁয়া হতে পারে ও আগুন ধরতে পারে, কিন্তু বিষ্ফোরোন হতে পারেনা, হাতের কবজি, আঙ্গুল উড়ে যেতে পারে না, বিল্ডিঙ্গের লোহার গ্রিল উড়ে যেতে পারেনা, ফ্যান বাকা হতে পারে না, দেয়ালে ফাটল দেখা দিতে পারেনা। মাদ্রাসা কতৃপক্ষ মামুলি ইউপিএস বা ল্যাপটপ বিষ্ফোরন বলে কোন মতেই দায় এড়াতে পারে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.