আমাদের কথা খুঁজে নিন

   

তোর চৌদ্দ গুস্টি গাঁজার ব্যবসা করে ।

সীমানাহীন আমি,বন্ধনহীন আমি, আমি মুক্ত আকাশের পাখি,..........

--পুলিশঃ তোর কাছে কী আছে ? --যাত্রীঃ কিছুই নাই। ---দেখি,চেক করব। ---ঠিক আছে স্যার। --এই তো,, গাঁজা,,(তিন পুরিয়া দেখিয়ে বলল পুলিশ যা পুলিশ চেক করার নামে হাতে নিয়েই পকেটে হাত দিয়েছে। ) ---না না না আমার কাছে কোন গাঁজা ছিল না।

---শালা বদমাশ, তুই গাঁজা খাস, ---না আমি খাই না ভাই। বিশ্বাস করেন। --চল থানায় চল তোর বারটা বাজাব। ----ওরে ভাইরে আমারে বাঁচান। ---আর কী আছে কত টাকা আছে বল? --টাকা নাই।

মাত্র ২০০০ আছে। ---হ'তোরে বাঁচাবার পারি ,বসদের দিতে হইবো--২০ হাজার লাগবো। তোর বাসায় ফোন দে। বাঁচারএকটা লাইন বার কইরা দিলাম। নইলে লাল দালানের ভাত খাবি।

(দুপুর থেকে পরের দিন সকাল পর্যন্ত ডিউটি রুমে বসে ) ----ভাই, এই ১৫ হাজার দিলাম আমার একমাত্র গরুটা২৫ হাজার টাকার ১৫ হাজার দিয়া কসাইরে দিয়া আমার বউ বিকাশ করছে। ভাই আমারে ছাইড়া দেন। --হ' শালা যা । কোন দিন আর গাঁজার ব্যবসা করবি না। ---কন কি ? আমি গাঁজার ব্যবসা করি ?? ---হ' তুই করস।

বাইনচোদ আবার কথা কস? তোর চৌদ্দ গুষ্ঠি করে। কাউরে আজকের ঘটনা কইলে তোর বউরে থানায় আইনা.....। যা,ভাগ শালা। আবুল সাইজা শহর থেকে বাড়ি ফিরল চাকরি খুঁজতে আসা এক হতভাগ্য খেটে খাওয়া সহজ সরল স্বল্প শিক্ষিত গ্রাম্য মানুষ। (কল্পনা করে লেখা, কোন ব্যাক্তি, গোষ্টির সাথে মিলে গেলে সেটা একান্তই কাকতালীয়।

))

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।