আমাদের কথা খুঁজে নিন

   

‘কৃষ থ্রি’ অলংকার

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, শ্যালিকা ফারাহ খান আলির সঙ্গে একাত্ম হয়ে হৃত্বিক এবার ভক্তদের জন্য এনেছেন ‘কৃষ থ্রি’ অলংকার। মূলত রূপা এবং হীরাখচিত এই অলংকারের কালেকশনে আরও রয়েছে চামড়ার তৈরি হাতের ব্যান্ড, মোবাইল সেট সাজানোর জিনিস, লকেট, পিন এবং ‘কৃষ’-এর সুপারহিরো মুখোশ।
অলংকারগুলো পাওয়া যাচ্ছে ফারাহ খানের নিজের দোকান এবং তার ওয়েবসাইট ‘ফারাহখান জুয়েলারি ডটকম’-এ।
বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কৃষ থ্রি’ নিয়ে সবার যেমন আগ্রহের শেষ নেই, তেমনই ঋত্বিকের কাছেও সুপারহিরো কৃষ শুধু রূপালি পর্দার চরিত্র নয়। হৃত্বিক বলেন, “কৃষ চরিত্রটি যেসব মূল্যবোধ নিয়ে গড়ে উঠেছে, সেগুলো আমার জীবনে সবসময় ব্যাপক প্রভাব ফেলেছে।

কৃষ হল একটি চিহ্ন। শক্তি, সাহস এবং সাম্যের চিহ্ন। এমন একটি চিহ্ন যা কোনো অভিনেতা, কোনো সিনেমা কিংবা কোনো মানুষের চাইতেও অনেক বড় কিছু। আমার মনে হয় যে কোনো মানুষ চাইলে সুপারহিরো হতে পারেন, এর জন্য মুখোশের প্রয়োজন নেই, প্রয়োজন আছে মানসিকতার। ”
এদিকে ‘কৃষ থ্রি’ অলংকারের নকশা করেছেন যিনি, সেই ফারাহ খান বলেন, “কৃষের চিহ্নটির পেছনের ভাবনা খুবই শক্তিশালী।

তাই আমি চেয়েছি আমার অলংকারের মাধ্যমে এই ভাবনাটিকে অমর করে রাখতে। এটা হল এমন একটি মতবাদ, যেখানে বলা হচ্ছে আমরা সবাই চাইলে কিছু না কিছু পরিবর্তন আনতে পারি। এটা কোনো ফ্যাশনের ধারা নয়, যা সিনেমাটি মুক্তি পাওয়ার পর হারিয়ে যাবে। এই কালেকশনটি আমাদের পরবর্তী প্রজন্মও সংরক্ষণ করবে। ”
আর হৃত্বিকের জন্য এটি হল এমন একটি চিহ্ন, যা তাকে বারবার মনে করিয়ে দেয়, অসম্ভব বলে কিছুই নেই।

হৃত্বিক বলেন, “এই চিহ্নটি আমাকে আমার ভেতরকার সুপারহিরোকে খুঁজে আনতে সাহায্য করে। আমাকে প্রত্যেকবার জেগে উঠতে সাহায্য করে। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।