আমাদের কথা খুঁজে নিন

   

পাট ব্যবসায়ীদের জন্য ১০০ কোটি টাকার তহবিল

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেছেন, পাট খাতের উন্নয়নে, বিশেষ করে কৃষক পর্যায়ে পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ তহবিল চালু করা হচ্ছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে এস কে সুর চৌধুরী এ তহবিল চালুর উদ্দেশ্য তুলে ধরেন।
এ তহবিল গঠন এবং পরিচালনার জন্য অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এস কে সুর চৌধুরী এই কমিটির প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান কমিটির সদস্য সচিব।    
সুর চৌধুরী বলেন, “অর্থমন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় পাট ব্যবসায়ীদের জন্য ২০০ কোটি টাকার এই পুনঃঅর্থায়ন তহবিল গঠনের সুপারিশ করেছিল।

সেই প্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১০০ কোটি টাকার একটি তহবিল চালুর সিদ্ধান্ত নিয়েছে। ”
লাইসেন্সধারী কাঁচা পাট ব্যবসায়ী, আড়ৎদার ও পাট মিল মালিকরা এই তহবিল থেকে ঋণ পাবেন বলে জানান তিনি।
“তহবিল থেকে ঋণ পাওয়ার শর্ত কী হবে, একজন ঋণগ্রহিতা সর্বোচ্চ কতো টাকা ঋণ পাবেন, কতো দিনের মেয়াদে ঋণ দেয়া হবে- এসব বিষয়ে ঈদের পরে সিদ্ধান্ত হবে। ”
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ‘ব্যাংক রেটে’ অর্থাৎ ৫ শতাংশ সুদে এই তহবিল দিবে।

ব্যাংকগুলো যাতে সহজ শর্তে এবং সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ব্যবসায়ীদের ঋণ দেয় সেজন্য বাংলাদেশ ব্যাংক সুপারিশ করবে।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে এস এম মনিরুজ্জামানও উপস্থিত ছিলেন।
বর্তমানে এসএমই, নবায়ণযোগ্য জ্বালানী, কৃষি ও মহিলা উদ্যোক্তাদের ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল চালু রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।