আমাদের কথা খুঁজে নিন

   

তবুও কিছু একটা খুঁজতে থাকি!

সস্তা কত চায়ের দোকান উড়িয়ে ধোঁয়া শহর সোপান এই চোখ খুঁজেছে তোমায় এই চোখ খুঁজেছে তোমায়

কত হারিয়ে যাওয়া গানে কত ভিড় ভ্রান্ত রাস্তায়, কত রাতের আলোয় জেগে থাকা ফুটপাথে কি জানি খুঁজতে থাকি! ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকা ক্লান্ত মানুষের ঘেমে থাকা নত মুখে, সস্তা এক কাপ চায়ে,তিন থেকে পাঁচে উঠে আসা গোল্ডলিফে! নাম না জানা ফুলের গন্ধে! চৌ-রাস্তার মোড়ে রেখে আসা প্রেমিক-প্রেমিকার বাসি-বস্তা ন্যাকামির শুদ্ধতা শুদ্ধতা গল্পে। কিছু একটা খুঁজতে থাকি! হাঁটতে হাঁটতে বসে পড়া ফ্লাড-লাইটের পাসের আঁধারে! তির্যক আকাশে থমকে থাকা সন্ধ্যা-তাঁরায়! শেষ রাতের ফাল্গুনী বাতাসে বাড়ির পথে চলা কিছু জনে। তবুও কিছু একটা খুঁজতে থাকি প্রতি দিন, প্রতি রাত,প্রতি ক্ষণে তবুও কিছু একটা খুঁজতে থাকি অকারণে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।