আমাদের কথা খুঁজে নিন

   

আপনার কম্পিউটারের ইউএসবি বন্ধ করুন কোন সফটওয়্যার ছাড়া

কম্পিউটারে ইউএসবি ব্যবহার বন্ধ রাখার প্রয়োজন পড়তেই পারে। আর আপনি চাইলেই রেজিস্ট্রি এডিটরের মাধ্যমে ইউএসবি ব্যবহার বন্ধ করতে পারেন।
প্রথমে রানে গিয়ে লিখুন regedit এরপর enter করুন। ডায়ালগ বক্সের মধ্যে HKEY_LOCAL_MACHINE ফোল্ডারে ডাবল ক্লিক করুন। এরপর System ফোল্ডারে আবার ডাবল ক্লিক করুন।

তারপর CurrentControlSet ফোল্ডারে ডাবল ক্লিক করুন। এর মধ্যে Services ফোল্ডারে ডাবল ক্লিক করুন। এখান থেকে USBSTOR ফোল্ডারে ডাবল ক্লিক করুন। ডান পাশে কিছু অপশন প্রদর্শিত হবে এবং তার মধ্যে Start ফোল্ডারে রাইট বাটন ক্লিক করে Modify অপশনে ক্লিক করুন। এখন Edit DWORD Value নামের একটি ডায়ালগ বক্স প্রদর্শিত হবে এবং তার মধ্যে Value data-এর USBSTOR বক্সের মধ্যে Value 3 মুছে দিয়ে 4 লিখে OK করুন।

সবকিছু বন্ধ করে কম্পিউটার রিস্টাট করুন। এখন আপনার কম্পিউটারে ইউএসবি ড্রাইভ ঢোকালে দেখা যাবে না।
আবার ইউএসবি ব্যবহার করতে চাইলে Value 4 মুছে দিয়ে 3 লিখে OK করুন এবং কম্পিউটার রিস্টাট করুন। এখন আপনার কম্পিউটারে ইউএসবি ড্রাইভ ঢোকালে দেখা যাবে।
সূত্রঃ কম্পিউটার প্রতিদিন, দৈনিক প্রথম আলো


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.