আমাদের কথা খুঁজে নিন

   

যৌন সমস্যার লিফলেট মানসম্মান এর কিটকেট



বাবা,মা,ভাই,বোন,প্রেমিক,প্রেমিকা অথবা অন্য কোন আত্মীয় স্বজন এর সাথে রিকশা অথবা সি এন জি তে চড়ে হাওয়া খেতে বের হয়েছেন। মন শান্ত অথবা অশান্ত। চিন্তায় মোশগুল বা ভালোবাসায় খোশগুল। বলা নেই কওয়া নেই সপ্ত আসমান থেকে এসে পড়লো একটুকরো কাগজ আপনার বাহনের মধ্যে। অতি উত্‍সাহী হয়ে হাতে তুলে নিলেন।

পাশে যে বা যারা আছে সে বা তারা গলাটা বাড়িয়ে দিল পড়তে। কোন সে দৈব বাণী উদিত হলো আসমান থেকে। কাগজ পড়ে চোখ তো ছানা ভরা লিঙ্গ মোটা তাজাকরণ,স্তন শক্ত অথবা বড় ছোটকরণ। আজব সব বিজ্ঞাপন। কি করবেন জনাব,জনাবেরা? ইজ্জত এর টায়ার তো পাংচার?বাঁচার উপায় কি বলবেন কেউ এ অযাচিত উত্‍পাত হতে।

এ বেহায়াপনা আইন কি চোখে দেখে না?দেখবে কেমন করে চোখের ওপর কালো পট্টি লাগানো যে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।