আমাদের কথা খুঁজে নিন

   

সাহিত্যে নোবেল পেলেন কানাডার মুনরো

কানাডার বিশিষ্ট ছোটগল্পকার এলিস মুনরো ২০১৩ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন। আজ বৃহস্পতিবার সুইডিস একাডেমির স্থায়ী সম্পাদক পিটার ইংলান্ড সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেন।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মুনরোর নাম ঘোষণা করে ইংলান্ড তাকে 'মাস্টার অব দ্য কন্টেমপোরারি শর্ট স্টোরি' বলে আখ্যা দিয়েছেন। ৮২ বছর বয়সী এই লেখিকা সাহিত্যে নোবেল বিজয়ী ১১০তম ব্যক্তি।

মুনরোকে তার বিখ্যাত ছোটগল্পসমগ্র 'ডিয়ার লাইফ' এবং 'ড্যান্স অব দ্য হ্যাপি শেডস' এর জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

উল্লেখ্য, পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন তিনি। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।