আমাদের কথা খুঁজে নিন

   

নয় দিনের ছুটিতে শেয়ারবাজার

পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে আগামী নয় দিন (সাপ্তাহিক ছুটিসহ) বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ইশতিয়াখ আহমেদ সোহাগ প্রথম আলো ডটকমকে বলেন, পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে ডিএসইতে নয় দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ডিএসইর পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ অক্টোবর যথারীতি ডিএসইতে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে, আজ সিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে ১৩ থেকে ১৭ অক্টোবর সিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। সিএসইতেও ২০ অক্টোবর থেকে যথারীতি লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে বলে এতে উল্লেখ করা হয়।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।