আমাদের কথা খুঁজে নিন

   

Bangla Jokes - কিছু কমন কিছু আনকমন

মন্তব্য নিষ্প্রয়োজন কিছু কমন আর কিছু আন কমন bangla jokes বাসায় ইঁদুর দুই বন্ধু গল্প করছে? ১ম বন্ধুঃ আমি বিরাট সমস্যার মধ্যে আছি। ২য় বন্ধুঃ কী সমস্যা? ১ম বন্ধুঃ আমি আমার বাসায় একটা ইঁদুর দেখলাম। ২য় বন্ধুঃ ওহ, এটা কোন ব্যাপার হল, তোমার কেবল একটা ইঁদুর মারার কল দরকার। ১ম বন্ধুঃ আমার ওটা নেই। ২য় বন্ধুঃ তাহলে একটা কিনে ফেল।

১ম বন্ধুঃ কেনার সামর্থ্য নেই। ২য় বন্ধুঃ আমি আমারটা দিতে পারি যদি তুমি চাও। ১ম বন্ধুঃ তাহলে ভালই হয়। ২য় বন্ধুঃ তোমাকে শুধু একটু পনির দিতে হবে ইঁদুরটাকে ফাঁদে আটকানোর জন্য। ১ম বন্ধুঃ আমার কাছে পনির নেই।

২য় বন্ধুঃ আচ্ছা, তাহলে একটা রুটি নাও আর তার উপর একটু তেল মাখিয়ে ফাঁদে রাখ। ১ম বন্ধুঃ আমার কাছে তেল নেই। ২য় বন্ধুঃ তাহলে শুধু রুটিই রাখ। ১ম বন্ধুঃ আমার কাছে রুটিও নেই। ২য় বন্ধুঃ তাহলে ইঁদুরটা তোমার বাসায় করছে টা কী? সিঙ্গেল ফ্রেডি ফ্রেডির ৩২ বছর বয়স কিন্তু এখনো সিঙ্গেল।

একদিন তার এক বন্ধু তাকে জিজ্ঞেস করল "বিয়ে করছ না কেন? ভাল বউ হবার মত কাউকে খুঁজে পাচ্ছ না?" ফ্রেডি বললঃ "আসলে বিয়ে করার মত অনেক মেয়েকেই খুঁজে পেয়েছি কিন্তু যখন আমি তাদের কে মাবাবার সাথে দেখা করার জন্য বাসায় নিয়ে যাই তখন আমার মা তাদের পছন্দ করে না। " তার বন্ধু কিছুক্ষণ ভাবল এবং বলল, "আমার কাছে এর সঠিক সমাধান আছে। তুমি এমন একটা মেয়ে খুঁজে বের কর যার স্বভাব চরিত্র তোমার মায়ের মত। " এর কয়েক মাস পর ফ্রেডির সাথে আবার তার বন্ধুর দেখা হয়। বন্ধু জিজ্ঞেস করলঃ "তুমি কি সঠিক মেয়ে কে খুঁজে পেয়েছ? তোমার মা কি তাকে পছন্দ করেছে?" বিষন্ন মুখে ফ্রেড জবাব দিলঃ " হ্যাঁ আমি সঠিক মেয়েকে খুঁজে পেয়েছি।

তার স্বভাব চরিত্র আমার মায়ের মতই ছিল। তুমি ঠিকই বলেছিলে। আমার মাও তাকে পছন্দ করেছিল। " বন্ধু বলল, "তাহলে সমস্যা কোথায়? ফ্রেডি বলল, "আমার বাবা তাকে পছন্দ করে নি। " বিয়ের প্রথম তিন বছর।

বিয়ের প্রথম বছরে স্বামী বলে আর স্ত্রী শোনে। দ্বিতীয় বছরে স্ত্রী কথা বলে এবং স্বামী শোনে। তৃতীয় বছরে তারা উভয়ই কথা বলে এবং তাদের প্রতিবেশীরা শোনে। স্ত্রী' চাই একটি লোক পত্রিকায় বিজ্ঞাপণ দিল 'স্ত্রী' চাই। পরদিন সে একশটির মত চিঠি পেল।

তারা সবাই একই কথা বলল, "তুমি আমারটা নিতে পার। " টেন্স শিক্ষিকাঃ আজকে আমি তোমাদের টেন্স বা কাল শিখাব। বল তো 'আমি সুন্দরী' এটা কোন কাল? ছাত্রঃ অবশ্যই এটা অতীত কাল! আদর্শ ছেলে। ১ম ব্যক্তিঃ আমার একটি আদর্শ ছেলে আছে। ২য় ব্যক্তিঃ সে কি সিগারেট খায়? ১ম ব্যক্তিঃ না, খায় না।

২য ব্যক্তিঃ সে কি মদ পান করে? ১ম ব্যক্তিঃ করে না। ২য় ব্যক্তিঃ সে কি কখনো বাড়িতে দেরি করে ফেরে? ১ম ব্যক্তিঃ না, কখনো না। ২য় ব্যক্তিঃ তাহলে মানতেই হবে তোমার একটি আদর্শ ছেলে আছে। তা কত বয়স তার? ১ম ব্যক্তিঃ এইতো সামনে সপ্তাহে ছ‌'মাস পূর্ণ হবে। ব্যথা করে।

রোগীঃ ডাক্তার, আমি যেটাই স্পর্শ করি সেটাই ব্যথা করে। ডাক্তারঃ কী রকম? রোগীঃ যখন আমি আমার কাঁধ স্পর্শ করি এটা ব্যথা করে, যদি আমার হাঁটু স্পর্শ করি ব্যথা করে, যদি কপাল স্পর্শ করি, সেখানেও ব্যথা। ডাক্তারঃ আমি জানি আপনার কি সমস্যা। আপনার আঙ্গুল ভেঙ্গে গিয়েছে। চা খাওয়া রোগীঃ ডাক্তার, আমি যখনই চা খাই তখনই আমার চোখ ব্যথা করে।

ডাক্তারঃ চা খাওয়ার পূর্বে চামচটি কাপ থেকে বের করে নিবেন। _________________________________________________ banglajokes.net এর সৌজন্যে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.