আমাদের কথা খুঁজে নিন

   

৯২ ভাগ স্মার্টফোনে গুগল অ্যাপ

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৯২ ভাগ স্মার্টফোনে গুগলের কোনো না কোনো সেবা ব্যবহৃত হচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠান কমস্কোরের জরিপের তথ্যের উদ্ধৃতি দিয়ে বিস্তারিত প্রকাশ করেছে পরিসংখ্যানবিষয়ক পোর্টাল স্ট্যাটিস্টা।
পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৯২.২ ভাগ স্মার্টফোন ব্যবহারকারী গুগলের বিভিন্ন অ্যাপ্লিকেশন বা সেবা ব্যবহার করে। গুগল ক্রোম, গুগল ম্যাপ, গুগল প্লাস-- এ রকম বহু সেবা রয়েছে গুগলের। ইন্টারনেটে কোনো জায়গার ছবি থেকে শুরু করে অজানা বিষয় জানতে গুগলের রয়েছে বিভিন্ন সেবা।


দ্বিতীয় অবস্থানে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। ৮৪.৬ ভাগ স্মার্টফোনে ব্যবহৃত হয় ফেইসবুক।
সার্চ ইঞ্জিন ইয়াহু রয়েছে তৃতীয় অবস্থানে। ৮৩.২ ভাগ স্মার্টফোনে ব্যবহৃত হয় ইয়াহুর মেইল, নিউজসহ অন্যান্য সেবা। অনলাইনে কেনাকাটার সাইট অ্যামাজনের অ্যাপের ব্যবহারকারীও অনেক।

গড়ে ৬৮.৬ জন স্মার্টফোনে অ্যামাজন ওয়েবসাইটের মাধ্যমে কেনাকাটা ও বিভিন্ন পণ্যের খোঁজখবর নেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।