আমাদের কথা খুঁজে নিন

   

গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার উদ্বোধন

সরকারি বেসরকারি অংশীদারিত্বে নির্মিত মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’ (গুলিস্থান-যাত্রাবাড়ী) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেল ৩টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রী ফিতা কেটে ফ্লাইওভারটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন,  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সিটি করপোরেশনের কর্মকর্তা ও ওরিয়ন গ্রপের কর্মকর্তারা। 

রাজধানীর প্রবেশ মুখে যানজট নিরসনের উদ্দেশ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্বে দেশের সর্ববৃহৎ এই ফ্লাইওভারটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে ২০১০ সালে ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নির্মাণ কাজ উদ্বোধন করেন। ১১ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি যাত্রাবাড়ীর শনিরআখড়া থেকে শুরু হয়ে গুলিস্তানের নিমতলী মোড়ে গিয়ে শেষ হয়েছে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।