আমাদের কথা খুঁজে নিন

   

গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়ক (ফ্লাইওভার) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে  প্রধানমন্ত্রী উড়ালসড়কের যাত্রাবাড়ী-কুতুবখালী প্রান্ত থেকে ফলক উন্মোচন করেন। প্রধানমন্ত্রী প্রথমেই গুলিস্তান পয়েন্ট থেকে গাড়িতে করে উড়ালসড়ক ব্যবহার করে কুতুবখালী প্রান্তে যান। ফলক উন্মোচন শেষে তিনি নিজে উড়ালসড়ক ব্যবহারের টোল দেন।
উড়ালসড়কের নাম ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’।

প্রথমবারের মতো সরকারি-বেসরকারি উদ্যোগে এটি নির্মাণে বিনিয়োগ করেছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এতে মোট ব্যয় হয়েছে দুই হাজার ১০৮ কোটি টাকা। ঢাকা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এই উড়ালসড়ক নির্মিত হয়েছে। ২০১০ সালে এর নির্মাণকাজ শুরু হয়। উড়ালসড়কে ওঠার সময় টোল দিতে হবে না।

নামার সময় সাতটি বেরোনোর পথে টোল দিতে হবে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।