আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাডসেন্স এর সাহায্য লাগবে (Need Help )

কেমন আছেন সবাই । আশা করি ভালো আছেন । আমার একটা ব্লগ সাইট আছে এবং আমি সেটাতে গুগল অ্যাডসেন্স ব্যবহার করছি । এখন আমি আমার এই সাইটটি .com এ নিতে চাই । ( কন্টেন্ট এর কোন পরিবর্তন হবে না blogspot এ যা ছিল তাই .com এ থাকবে ।

আর wordpress এ সাইট তৈরি করবো ) ।
এখন আমি কি এই খানে আমার নিউ সাইট এর লিংক সাবমিট করে আপ্প্রুভ হলে অ্যাডসেন্স এর কোড আমার নিউ .com সাইট এ ব্যবহার করবো ?

নাকি Site management এ সাইট এড করে দিলেই হবে ?

Domain : আমার blogspot এ যে রকম Domain ছিল  আমাকে কি সেই রকম Domain ই নিতে হবে । যেমন আমার blogspot সাইট যদি GameZone.blogspot.com হয় আর আমি যদি freegamesdownload.com এই রকম Domain নেই তাহলে কি কোন সমস্যা হবে । আর গুগল অ্যাডসেন্স থেকে পেমেন্ট আনার জন্য কোন ব্যাংক এ অ্যাকাউন্ট করলে ভালো হয় ।
যারা adsense ব্যবহার করছেন তাদের হেল্প করার জন্য অনুরধ করছি  ।


সবাইকে ধন্যবাদ ।  

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.