আমাদের কথা খুঁজে নিন

   

জানা-অজানা

টাকার রোজগার না করতে হলে জীবনটা বেশ আশ্বিনের মিষ্টি রোদের সকালেরই মতো ধানী লাল ঘাসের মাঠে শিশির মাড়িয়ে আলতো সুখের পা ফেলে ফেলে হেঁটে বেড়িয়ে কাটিয়ে দিতাম....নদী থেকে নদীতে....মাঠ থেকে মাঠে....সকাল থেকে সন্ধ্যে :] ☆মৃতদেহ পানিতে পড়লে প্রথমে ডুবে যায়, কিছুক্ষণ পরে ভেসে ওঠে । কেন ??? উত্তর : মানুষের মুখ ও অন্ত্রে লাখ লাখ ব্যাকটেরিয়া বাস করে । মৃত্যুর পর এরা ফার্মেন্টেশন এবং পিউট্রিফিকেশন করে বলে কোষ কলাগুলো ফেঁপে যায় বা ফুলে যায় । এর ফলে একটা দুর্গন্ধ ও পাওয়া যায় । প্রথমে মৃতদেহটা ডুবে গেলেও ব্যাকটেরিয়াদের এহেন কর্মপদ্ধতির জন্য পরবর্তীতে দেহটা পানির ওপর ভেসে ওঠে ।

☆বরফ থেকে গ্যাসের মত ধোঁয়া বের হয় কেন ??? উত্তর : ফ্রিজ থেকে বরফের ট্রে বাইরে বের করলে মনে হয় সেগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে । আসলে ঐ ধোঁয়া কিন্তু কোন গ্যাস নয় । এবং ঘটনাটা বরফ থেকেও তৈরি হয় না । বরং এটা হলো বরফের চারপাশের ঠান্ডা বাতাসে জমে থাকা জলীয় বাষ্প । বাতাস যখন ঠান্ডা হয়ে যায় তখন সেই বাতাসে জমে থাকা জলীয় বাষ্পের কিছু অংশ জমে ছোট ছোট বিন্দুতে রূপান্তরিত হয় ।

আর বাতাসের পরিচলন স্রোতের বলেই এরা ওঠানামা করে । আর তখন এদেরকে দেখতে ধোঁয়ার মতো মনে হয় । মনে হয় আসলেই যেন বরফে আগুন লেগেছে । ☆'ডেভিলস ফ্লাওয়ার' বা শয়তানের ফুল কি ??? উত্তর : আফ্রিকার এক ধরনের ম্যানটিস প্রজাতি দেখতে পাওয়া যায় যারা ঐ ধরনের মিমিক্রি বা অনুকৃতি ধারণ করে । এদের বক্ষ ও সামনের পা প্রসারিত এবং সাদা ও লাল রঙের হয় ।

পাতা বা ডাল থেকে এদের ঝুলতে দেখা গেলে সত্যিই ফুল বলে মনে হয় । আসলে এই ধরনের অনুকৃতি হলো কীটপতঙ্গকে আকৃষ্ট করার জন্য । তারপর ফাঁদ পেতে ধরে ওগুলোকে খায় । এ জন্যই সেই ফুলের নাম শয়তানের ফুল । মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পাওয়া যায় 'অর্কিড ম্যানটিস' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।