আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড করুন প্রোগ্রামিং (সি, সি++, জাভা, সি শার্প, ভিজুয়্যাল বেসিক) এবং ওয়েব ডিজাইন (HTML, CSS) এর উপর বাংলা ভাষায় ধারাবাহিক টিউটোরিয়াল সম্পন্ন একটি ওয়েব সাইটের অফলাইন ভার্সন

টেকটিউনস পরিবারের সবাইকে সালাম এবং পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেকটিউনস-এ আমার জীবনের প্রথম টিউন। আমি অনেক দিন ধরেই টেকটিউনস এর সাথে আছি কিন্তু কেন জানি টিউন করতে সাহস পাই না। তো আজকে সাহস করে বসেই পড়লাম।  শিরোনাম দেখেই হয়তো বুঝতে পারছেন আসলে কি বলতে চাইতেছি..... এবার আসি টিউনের মূল উদ্দেশ্যে। আমরা এমন অনেকেই আছি যারা প্রোগ্রামিং এর প্রাথমিক জ্ঞানগুলো আমাদের সহজবোধ্য মাতৃভাষা বাংলায় শিখে বেসিকটাকে আগে শক্ত করে নেই।

বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্টান Kurigram Polytechnic Institute তাদের ওয়েব সাইটে বাংলায় প্রোগ্রামিং শেখার জন্য ভালো একটা উদ্যোগ নিয়েছে। website টি ভিসিট করতে চাইলে এখানে চলে যান। আর এটার অফলাইন ভার্সন ডাউনলোড করতে হলে প্রথমে নিচের দেওয়া যেকোন একটা লিংক থেকে ডাউনলোড করে নিন মাত্র ৯.৬৪ (MB) মেগাবাইট এর জিপ ফাইলটি।
ডাউনলোড করতে এখানে অথবা এখানে ক্লিক করুন
তারপর Extract করে index.html নামক ফাইলটিতে ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করুন। এর পর যে পেজটা আসবে সেখানে দেখুন . Java নামক একটা লিংক আছে।

ওখানে ক্লিক করুন।   বোঝার সুবিধার্থে স্ক্রিন Shoot দিয়ে দিলাম।
এরপর অনলাইন ওয়েবসাইটের মতই সবগুলো ধারাবাহিক টিউটোরিয়াল পড়ুন কোন ব্যান্ডউইথ খরচ না করেই।  

সি প্রোগ্রামিং দিয়ে আমার বানানো ছোট্ট একটা সফটওয়ার। সোর্স কোড সহ শেয়ার করলাম, আশা করি এখান থেকে ডাউনলোড করে দেখবেন।

 ফাইল সাইজ মাত্র ২১ (kb) কিলোবাইট। পূর্বে এই ব্লগে প্রকাশিত হয়েছে। আর আমি ওয়েব প্রোগ্রামিং ভালো করে শিখতে চাই। এই লক্ষে একটা সাইটে আমার শেখা কাজগুলো Apply করে দেখি। হাতে সময় থাকলে ঘুরে এসে আমাকে suggestion দিলে খুব খুশি হব।

সাইটটি ভিসিট করতে এখানে (আমাদের প্রযুক্তি) ক্লিক করুন।
আবারও বলছি এটিই আমার প্রথম টিউন তাই কোথাও কোন ভূল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কিভাবে সুন্দর টিউন করতে পারি সেই দিক নির্দেশনা দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম।

আল্লাহ হাফেজ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৪০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।