আমাদের কথা খুঁজে নিন

   

আজ কুমারী পূজা

সকাল থেকেই ভীড় বাড়তে শুরু করেছে পূজামণ্ডপগুলোয়। কুমারীর অবয়বে আজ হাজির হবেন মা। নির্দিষ্ট কুমারীকে স্নান করিয়ে পরানো হবে নতুন কাপড়। ফুলের মালা চন্দন ও নানা অলংকার-প্রসাধন উপাচারে নিপুণ সাজে সাজিয়ে বসানো হবে মা দূর্গার আসনে। আজ শনিবার শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী।

কুমারীপূজা।

শ্রীরামকৃষ্ণের কথামৃততে বলা আছেঃ ‘শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। ’ সব নারীতে মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার লক্ষ্য।

গতকাল মহাসপ্তমী থেকেই মূলত সাড়ম্বরে শুরু হয়েছে পূজা। আর মাত্র দুই দিন পরই উমার কৈলাশ গমন।

‘ঠাকুর থাকবে কতক্ষণ’- এই সুর এখন ভক্ত প্রাণে। বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপগুলোয় এখন চলছে কুমারী পূজার প্রস্তুতি।   বেলা ১১টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে পূজামণ্ডপগুলোয় দল বেঁধে হাজির হতে শুরু করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। সকাল থেকেই রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন পূজামণ্ডপগুলো সকল বয়সের ভক্তকূলের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

কুমারী পুজা দেখতে হাজির হয়েছে অন্য ধর্মের লোকজনও।

দুর্গোৎসবে গতকাল শুক্রবার ছিল মহাসপ্তমী। পূজাশেষে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতির আয়োজন ছিল। গতকাল থেকেই মন্দিরগুলোতে দেবী দর্শনের জন্য ভিড় জমে। ঢাকেশ্বরী মন্দির, জগন্নাথ হল, শাঁখারিবাজারসহ বিভিন্ন মন্দিরে ভক্তরা দুর্গাকে দর্শন ও প্রার্থনায় সমবেত হন।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।