আমাদের কথা খুঁজে নিন

   

ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

ফের ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ ৫০ কিলোমিটারের যানজট শুরু হয়েছে। সকালে এ ভয়াবহতা কমলেও পুনরায় আবার দেখা গেছে যানজটের।

জানা গেছে, গত দু'দিন ধরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের ফলে ধীর গতিতে যান চলাচল করছিল। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সলঙ্গা থানার নলকা ব্রিজ এলাকায় একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়লে প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল গোলচত্বর (রোড) পর্যন্ত ২০ কিলোমিটার, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে হাটিকুমরুল গোলচত্বর  থেকে সলঙ্গা থানার সমবায় ফিলিং স্টেশন পর্যন্ত তিন কিলোমিটার ও হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে প্রায় সাত কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

আজ শনিবার ভোর সাড়ে ৫টার পর থেকে ওই মহাসড়কে যানবাহন ধীর গতিতে চলতে শুরু করলেও এখন ভয়াবহ রুপ নিয়েছে। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।