আমাদের কথা খুঁজে নিন

   

হীরা বৃষ্টি...

কথাটা শুনলেই চোখ কপালে উঠার মত। হ্যা এমন ঘটনা ঘটেছে। মাছ বৃষ্টি, আগুন বৃষ্টির পর এবার হীরা বৃষ্টিপাত ঘটেছে। তবে এটা পৃথিবীতে নয় বৃহস্পতি ও শনি গ্রহে।

কিছু দিন ধরেই শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে শনি ও বৃহস্পতিতে মাঝে মাঝেই উজ্জ্বল আভা দেখা যাচ্ছে।

আর এর কারণ, হিসেবে আমেরিকান অ্যাস্ট্রোনমিকাল সোসাইটির মহাকাশ বিষয়ক দপ্তরের বার্ষিক সভায় দুই বিজ্ঞানী জানিয়েছেন, হীরা বৃষ্টির কারণেই নাকি দুই গ্রহের হঠাৎ উজ্জ্বল অবস্থা সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি পত্রিকা দেয়া সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়া স্পেশালিটি ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক মোনা ডেলিটস্কি বলেন, 'আমরা মানুষকে এটা বোঝাতে চাইছি না যে, আমরা টাইটানিক সাইজের হীরকখণ্ড আবিষ্কার করেছি। বরং এটাই বোঝাতে চাইছি শনি ও বুধ গ্রহে সম্ভবত হীরা বৃষ্টির মতোই কিছু হচ্ছে।

গবেষকরা তাদের গবেষণা পত্রে বলেছেন, প্রচণ্ড চাপের ফলে গ্রহ দু'টির বায়ুমণ্ডলে কার্বন হীরায় রূপ নিতে পারে। গ্রহ দু'টির বায়ুমণ্ডলের উপরের স্তরে মিথেন কণার সঙ্গে মুক্ত অবস্থায় আছে কার্বনও।

যা হাইড্রোজেন ও হিলিয়ামের সংস্পর্শে এসে প্রচণ্ড তাপ ও চাপের ফলে হীরায় রূপান্তরিত হয়ে ঝরে পড়ে।

সোর্স: http://www.bd-pratidin.com/     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।