আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাপ্লিকেশন নমুনা তৈরিতে অ্যাপসিড

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপ্লিকেশন নির্মাতাদের সাহায্যকারী এ অ্যাপটির নাম অ্যাপসিড।
যে অ্যাপ্লিকেশন বানাতে চাওয়া হচ্ছে, অ্যাপসিডের মাধ্যমে তার স্কেচের একটি ছবি তুলতে হবে। ছবি তোলার পর অ্যাপসিড কম্পিউটার ভিশনের সাহায্যে স্কেচে আঁকা ফিচারগুলো ইউজার ইন্টারফেসে রূপান্তরিত করবে।
অ্যাপসিড এ কাজে ওপেনসিভি লাইব্রেরি ব্যবহার করে। এতে রয়েছে দুই হাজারেরও বেশি অ্যালগরিদমের ডেটাবেস।

এর টেমপ্লেট ও ফাইন্ড কন্টোর-- এ দুটি ফিচার স্কেচের প্রতিটি জিনিস আলাদাভাবে চিহ্নিত করতে অ্যাপসিডকে সাহায্য করে।
অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আরেকটি অ্যাপ সম্পূর্ণ প্রস্তুত করতে না পারলেও অ্যাপ নির্মাতাদের প্রোডাক্টটি কেমন হবে, সে সম্পর্কে একটি ধারণা দিতে পারে। অ্যাপসিডের সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ গোরালস্কি জানিয়েছেন, অ্যাপসিডের লক্ষ্য প্রকল্পের একদম শুরুতেই বিষয়টি পরীক্ষা করে দেখা এবং এ বিষয়ে চিন্তাধারা বৃদ্ধিতে সহায়তা করা।
এ পর্যন্ত কিকস্টার্টার প্রজেক্টের মাধ্যমে অ্যাপসিড ৩০ হাজার কানাডিয়ান ডলার সংগ্রহ করেছে। বুধবার এর কিকস্টার্টার ক্যাম্পেইন শেষ হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.