আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ব্যবহারকারী ৪৩৯ কোটি

আগামী ২০১৭ সালে বিশ্বে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা হবে ৫১০ কোটি। তখন কেবল এশিয়ায় এর ব্যবহারকারী দাঁড়াবে ২৯৪ কোটি ৪০ লাখ। আর বর্তমানে বিশ্বে ৪৩৯ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। বাজার ও বিভিন্ন মতামতভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান থেকে ডেটা সংগ্রহ করে অনলাইন পরিসংখ্যান পোর্টাল স্ট্যাটিস্টা এই তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মতে, এশিয়ায় বর্তমানে ২৪২ কোটি ৩০ লাখ মুঠোফোন ব্যবহারকারী। পরিসংখ্যান অনুযায়ী, এর বাইরে ইউরোপে রয়েছে ৬৭ কোটি ২০ লাখ মুঠোফোন গ্রাহক; ২০১৭ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৭২ কোটি ৮০ লাখে। একইভাবে উত্তর আমেরিকায় বিদ্যমান মুঠোফোন গ্রাহক ২৭ কোটি থেকে বেড়ে হবে ২৮ কোটি ৭০ লাখ এবং লাটিন আমেরিকার ৪১ কোটি ৫০ লাখ গ্রাহকসংখ্যা বেড়ে ৪৭ কোটি ২০ লাখে উন্নীত হবে। সংস্থাটির মতে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে ৫২ কোটি ৬০ লাখ, যা গিয়ে দাঁড়াবে ৬৭ কোটি ১০ লাখে। অন্যদিকে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে বিশ্বে ৪৩৯ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। * ইনফোটেক ডেস্ক

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.