আমাদের কথা খুঁজে নিন

   

মার্ডার-৩ থেকে বাদ হাশমি

আলোচিত ‘মার্ডার’ ছবির সিক্যুয়াল ‘মার্ডার-থ্রি’ নির্মাণ হতে যাচ্ছে বলিউডে। স্বাভাবিকভাবেই ধারণা করা হয়েছিল আগের দুটির মতো এটিতেও থাকছেন সিরিয়াল কিসারখ্যাত ইমরান হাশমি। তবে অবাক করার খবর হলো বাদ পড়েছেন ইমরান হাশমি। তবে নির্মাতারা আগের দুটি ছবির মতো রগরগে সব দৃশ্য রেখেছেন বলে জানা গেছে। কিংবদন্তি নির্মাতা মুকেশ ভাটের উত্তরসূরি বিবেশ ভাট ‘মার্ডার-থ্রি’ ছবির মধ্যদিয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন।

আর এ ছবিতে নতুনদের নিয়ে কাজ করতে যাচ্ছেন তিনি। তবে তার মন্তব্য, ছবিতে ইমরানকে একদম মিস করবে না দর্শক। বিবেশ বলেন, ‘ছবিতে আমি নতুন অভিনেতাদের অগ্রাধিকার দিয়েছি। আমিও নতুন হিসেবে এটি আমার জন্য বড় একটি চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জে আমি জিতবোই।

’ ইমরান হাশমি ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘ছবিতে ইমরান হাশমি নেই বলে হতাশ হবার কিছু নেই। ছবিতে আবেদনময় দৃশ্যে ইমরানের অভাব পূরণ করতে নতুন নায়করা সক্ষম হবে বলে আমি আশাবাদী। আর সে অনুযায়ী তাদের প্রশিক্ষণও দেয়া হচ্ছে। ’ এরআগে অনুরাগ বসুর পরিচালনায় ‘মার্ডার’ ছবি প্রথম মুক্তি পায় ২০০৪ সালে। এতে অভিনয় করেছিলেন ইমরান হাশমি ও মল্লিকা শেরাওয়াত।

পরবর্তীতে ২০১১ সালে সিক্যুয়ালের দ্বিতীয় ছবি ‘মার্ডার-টু’ পরিচালনা করেন মুহিত সুরি। এ ছবিতে ইমরানের বিপরীতে অভিনয় করেন শ্রীলঙ্কান জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০১৩ সালের মাঝামাঝি মুক্তির প্রত্যাশা নিয়ে ‘মার্ডার-থ্রি’ পরিচালনা করছেন বিবেশ ভাট। ছবিতে ইমরানের পরিবর্তে অভিনয় করবেন রণদীপ হুদা। এতে রণদীপের নায়িকা থাকছেন অদিতি রাও হায়দারি এবং একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পাকিস্তানি অভিনেত্রী মোনা লিজা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।