আমাদের কথা খুঁজে নিন

   

২৪ অক্টোবরের পর রাজপথে নামুন: রফিকুল

সংবিধান অনুযায়ী ২৪ অক্টোবরের পর সংসদ অধিবেশন চালানোর সুযোগ নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। নির্দলীয় সরকারের দাবি আদায়ে ওই দিনের পর নেতা-কর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় রফিকুল ইসলাম মিয়া এ আহ্বান জানান। ‘ফ্রি থিংকারস ফোরাম’ নামের একটি সংগঠন ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন: প্রতিবেশী দেশসমূহের অভিজ্ঞতা’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।

রফিকুল ইসলাম মিয়া বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে দাবি আদায় করা যাবে না।

শেখ হাসিনার সরকারের কাছ থেকে দাবি আদায় করতে হলে সবাইকে রাজপথে নেমে আসতে হবে। নির্দলীয় সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ারও আহ্বান জানান তিনি।

সংবিধানের ১২৩(৩) ক ও খ এর ব্যাখ্যা করে এই আইনজীবী বলেন, কোনো অবস্থাতেই ২৪ অক্টোবরের পর সংসদ চালানোর সুযোগ নেই। কিন্তু সরকার সংসদ চালানোর কথা বলছে। ২৪ অক্টোবরের পর সংসদ অধিবেশন চালানো হলে তা সংবিধানের লঙ্ঘন হবে বলে তিনি দাবি করেন।

 

সভায় অন্যদের মধ্যে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী প্রমুখ আলোচনায় অংশ নেন।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।