আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ব রেলের জিএম অবরুদ্ধ

রোববার সকাল ১১টার দিকে প্রায় দুইশ কর্মচারী রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরে জিএমের কার্যালয় ঘেরাও করে।
জিএম তাফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কার্যত অবরুদ্ধ আছি। তাদের দাবির বিষয়ে আলোচনা হচ্ছে। ঢাকার রেলভবন থেকে অনুমোদন পাওয়া গেলে তারাও মহার্ঘ ভাতা পাবেন। ”
আন্দোলনে অংশ নেয়া এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসন একবারও বলেনি যে আমরা মহার্ঘ ভাতা পাব না।

কিন্তু অন্য সবাই মহার্ঘ ভাতা পেলেও আমরা এখন পর্যন্ত পাইনি। ”
তিনি জানান, গত দেড় বছর ধরে ট্রেড অ্যাপ্রেনটিস পদে কাজ করলেও গত তিন ঈদে তারা বোনাস পাননি। চাকরি স্থায়ী করার কোনো চিঠিও তাকে দেয়া হয়নি।
ট্রেড অ্যাপ্রেনটিস পদের কর্মচারীদের এই ঘেরাও কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন রেলওয়ে শ্রমিক লীগ।
এ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার সব কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করলেও এ পদের কর্মচারীরা তা পাননি।

কর্মকর্তারাও নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। ”
রেল কর্মকর্তারা জানান, চট্টগ্রামে ট্রেড অ্যাপ্রেনটিস পদে মোট ১৯৭ জন হাজ করচেন। প্রায় দেড় বছর আগে ২১টি ক্যাটাগরিতে তাদের নিয়োগ দেয়া হয়।
নিয়োগের সময় তাদের শিক্ষানবিশিকাল ছয় মাস উল্লেখ করা হয়েছিল বলেও কমকর্তারা জানান।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।