আমাদের কথা খুঁজে নিন

   

‘সব বাহিনীতে দুর্যোগ মোকাবেলায় ইউনিট চাই’

রোববার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনাসভায় তিনি বলেছেন, “প্রত্যেক বাহিনীতে দুর্যোগ মোকাবেলায় আলাদা ইউনিট থাকা উচিত। ট্রেনিংয়ের ব্যবস্থা থাকা উচিত। ”
বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষা এবং ইমারত বিধি মেনে দালান নির্মাণের জন্যও সবার প্রতি আহবান জানান তিনি।
জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডিজাসটার রিডাকশন’ এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘প্রতিবন্ধীদের সাথে রাখব, দুর্যোগ সহনশীল দেশ গড়ব’।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, একজন স্বাভাবিক ব্যক্তি দৈনন্দিন যে কাজগুলো করেন, প্রতিবন্ধীরা সেসব কাজ সেভাবে করতে পারেন না।

একজন প্রতিবন্ধীর পক্ষে সব কাজ সম্ভব নয়।
“প্রতিবন্ধীর দিকে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে যে, তাদের জীবন যেন ঝুকিপূর্ণ না হয়। ”
ঘূর্ণিঝড় ও বন্যাপরবর্তী ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রশংসা অর্জনের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমরা আমাদের দক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছি। ”
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ কারণে দুর্যোগের সংখ্যা এবং এর ভয়বহতা ক্রমান্বয়ে বেড়ে চলেছে।


ইমারত বিধি মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “অনেকেই বিল্ডিং কোড মানেন না। মানুষের জীবন অনেক বড়। বাড়ি তৈরি করে অর্থ কামাই করার সাথে সাথে সেদিকেও নজর দেয়ার আহবান জানাচ্ছি। ”
দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণ করে সবুজ বেষ্টনী গড়ে তোলারও আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, “নদী বা সাগরের দিকে বাঁধের পাদদেশে বৃক্ষ রোপণ করতে হবে।


ফাইল ছবি দুর্যোগ প্রশমন সক্ষমতা বাড়াতে ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২’ এবং ‘ঘূণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নীতিমালা-২০১১’ প্রণয়ন করার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ফাইল ছবি
তিনি বলেন, তার সরকার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০১০-২০১৫ প্রণয়ন করেছে। দুর্যোগে ঝুঁকি ব্যবস্থাপনায় সার্ক দেশগুলোর মধ্যে তথ্য আদানপ্রদান ও সহযোগিতার জন্য একটি চুক্তিও স্বাক্ষর করা হয়েছে।
এ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উল আলম।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মোস্তফা শহীদের সভাপতিত্বে অন্যদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার অনুষ্ঠানে বক্তব্য দেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।