আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরে ভিজিএফের চাল বিতরনে অনিয়ম

লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউপিতে ভিজিএফের চাল বিতরনে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। আর এসব চাল আত্মসাত করে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল তা কালো বাজারে বিক্রি করছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় এলাকাবাসী জানায়, অতি দরিদ্রদের জন্য বরাদ্ধকৃত বিজিএফের ১১ মেট্রিকটন চাল বিতরনে অনিয়ম করে কয়েক বস্তা চাল আত্মসাত করেছেন বাঙ্গাখা ইউনিয়নের চেয়ারম্যান। আজ এ চাল বিতরনের সময় জন প্রতি ১০ কেজি হারে চাল দেয়ার কথা থাকলেও তা না করে চেয়ারম্যান ৭- ৮ কেজি করে চাল বিতরন করেন। এতে প্রায় ১৫-১৬ বস্তা চাল উদ্বৃত্ত রেখে তা কালো বাজারে বিক্রি করে দিয়েছেন বলে জানা যায়।  

নাম প্রকাশে অনিশ্চুক এক ইউপি সদস্য ও স্থানীয় কয়েকজন এলাকাবাসী বলেন, সরকারি বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের জন্য বরাদ্ধকৃত  অর্থের  বেশীর ভাগই আত্মসাত করেন ওই চেয়ারম্যান।

এব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু চাল ইউনিয়ন পরিষদ ভবনে রাখা হয়েছে তা পরে বিতরন করা হবে। বিএনপি সমর্থিত চেয়ারম্যান হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে জানান তিনি। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.