আমাদের কথা খুঁজে নিন

   

আ’লীগ বাকশাল কায়েম করতে চায়: এরশাদ

রোববার রাত ৮টায় তার রংপুরে তার বাসভবন ‘পল্লী নিবাসে’ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ বিরোধী সভা-সমাবেশে মানুষের ঢল নামছে উল্লেখ করে সাবেক এই স্বৈশাসক বলেন, মানুষের মনোভাব বুঝতে পেরেই আওয়ামী লীগ একক নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, জাতীয় পার্টি নির্বাচনে না গেলে দেশে নির্বাচন হবে না।
আর সবার গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশে ভয়াবহ সংঘাত দেখা দিতে পারে।
জাতীয় পার্টি আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না বলে সাংবাদিকদের জানান।  
প্রথম আলোর জরিপ প্রসঙ্গ
প্রথম আলোর করা সাম্প্রতিক জরিপ প্রসঙ্গে এরশাদ বলেন,  এই জরিপ সঠিক নয়।
“আমি পত্রিকা কর্তৃপক্ষকে বলবো ঘরে ঘরে গিয়ে জরিপ করুন।”
মতবিনিময়ে দলের প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙা, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু তাহের খায়রুল হক এটি, রংপুর মহানগর সাম্পাদক আইনজীবী সালাহ উদ্দিন কাদেরী অংশ নেন।
ঈদ করার জন্য চারদিনের সফরে রোববার রাত ৭টায় রংপুরে এসে পৌছান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।