আমাদের কথা খুঁজে নিন

   

‘গজে চেপে’ বিদায় নেবেন ‘দুর্গতিনাশিনী’

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীর এই দিনে মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। এখন তাই চলছে দেবীকে বিদায় জানানোর পর্ব।
রাজধানীসহ সারাদেশে সোমবার র সকালে বিজয়া দশমীর বিহিত পূজা আর দর্পণ বিসর্জন চলছে।
ঢাকা মহানগর পূজা উদ্যাপন পরিষদ জানিয়েছে, সব আনুষ্ঠানিকতা শেষে বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবে। এর আগেই নগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিমা জড়ো করা হবে পলাশী মোড়ে।

সেখান থেকে ঢাক বাজিয়ে নেচে গেয়ে পুরান ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে বুড়িগঙ্গা তীরে শেষ হবে শোভাযাত্রা। রাজধানীর বিভিন্ন মণ্ডপ থেকে আসা দেবী প্রতীমা সেখানেই বিসর্জন দেয়া হবে।
রোববার মহানবমীতে সারা দেশের সাড়ে ২৮ হাজার পূজামণ্ডপে নামে লাখো মানুষের ঢল। ভক্ত, পূজারি ও দর্শনার্থীরা মণ্ডপগুলোতে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করেন, মেতে ওঠেন উৎসবের আনন্দে।  
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবমীতে গোপীবাগে রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরে সেখান থেকে যান ঢাকেশ্বরী মন্দিরে। সব ধর্মের মানুষের প্রতি সম্প্রীতি বজায় রেখে চলার অহ্বান জানান তিনি।
হিন্দু শাস্ত্র মতে, দশভূজা দেবী দুর্গা শান্তি প্রতিষ্ঠার লক্ষে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্তলোকে আসেন। সঙ্গে আসেন তার দুই মেয়ে লক্ষ্মী, সরস্বতী আর দুই ছেলে গণেশ ও কার্তিক।     
হিন্দু পঞ্জিকা মতে, এবার দেবী এসেছেন দোলায় (পালকি) চড়ে, যাবেন গজে (হাতি) চেপে।


সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দোলায় চড়ে দেবির আগমণ প্রাকৃতিক দুর্যোগের বার্তা দেয়। তবে তিনি হাতিতে চড়ে বিদায় নেয়ায় পৃথিবী হয়ে উঠবে সুজলা-সুফলা, শস্য শ্যামলা।
বিজয়া দশমী উপলক্ষে সোমবার সরকারি ছুটি। দিনটি উপলক্ষে টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র।


শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সকালে বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।