আমাদের কথা খুঁজে নিন

   

আজ গুগলের ১৫ তম জন্মদিন



আজ ২৭ সেপ্টেম্বর, গুগলের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯৭ সালের এই দিনে ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে শুরু হয় গুগলের যাত্রা। ১৯৯৬ সালের মার্চ মাসে স্ট্যানফোড্রের পিএইচডি’র ছাত্র ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন একটি প্রজেক্টের মাধ্যমে এর কাজ শুরু করেন। প্রজেক্টের শিরোনাম ছিল “স্ট্যানফোর্ড ডিজিটাল লাইব্রেরি প্রজেক্ট। ’’ প্রজেক্টের উদ্দেশ্য ছিল প্রযুক্তি ব্যবহার করে একটি একক ও সমন্বিত বৈশ্বিক লাইব্রেরি তৈরি করা।

১৯৯৫ সালে ল্যারি ও ব্রিন বিশ্ববিদ্যালয়ের একটি বিষয়ে কাজ করতে গিয়ে একে অপরের বন্ধু হন। তারপর থেকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের গাণিতিক বিষয়গুলো নিয়ে কাজ করতে থাকেন। এরপর তারা স্ট্যানফোড্রের হোমপেজ থেকে আস্তে আস্তে কাজ করতে করতে একটি “পেইজ র‌্যাঙ্ক” এলগরিদম তৈরি করেন। ওই এলগরিদমের কাজ ছিল যে জিনিসটি ওয়েবে খোঁজা হচ্ছে তার সাথে সবচেয়ে বেশি সম্পর্কযুক্ত লিংক ও ওয়েরসাইটটিকে খুঁজে বের করা এবং গুরুত্বের ক্রমানুসারে সেগুলোকে সাজানো। এভাবে গুগল আমাদের “সার্চ” দেওয়া শব্দগুলো খুব দ্রুত এলগরিদমের মাধ্যমে বিশ্লেষণ করে ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় তথ্য বের করে দেয়।

এভাবেই সেই প্রজেক্টের মাধ্যমে জন্ম হয় গুগলের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।