আমাদের কথা খুঁজে নিন

   

কাবুল-ওয়াশিংটন চুক্তি মারাত্মক পরিণতি ডেকে আনবে: মোল্লা ওমর

আফগানিস্তানের তালেবান প্রধান মোল্লা ওমর  কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বরলছেন, কাবুল-ওয়াশিংটন চুক্তি ‘মারাত্মক পরিণতি’ ডেকে আনবে। ২০১৪ সালের পর দেশটিতে আমেরিকান সেনা উপস্থিতি নিয়ে আফগানিস্তান-আমেরিকা চুক্তি নিয়ে যখন আলোচনা চলছে তখন এ হুঁশিয়ারি দেয়া হলো।

দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি (বিএসএ) নামের এ চুক্তি ২০১৪ সালের শেষের দিকে ন্যাটো বাহিনীর আফগানিস্তান ছাড়ার পর দেশটিতে আমেরিকান সেনাবাহিনী ও ঘাঁটির উপস্থিতির বিষয়টি নির্ধারণ করবে।

এ প্রেক্ষাপটে তালেবান ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে মোল্লা ওমর বলেন, আগ্রাসী বাহিনী ও তাদের মিত্রদের বোঝা উচিত যে কৌশলগত চুক্তি তাদের জন্য ‘মারাত্মক পরিণতি’ ডেকে আনবে।

এতে আরো বলা হয়েছে, আফগানিস্তানে আমেরিকান ঘাঁটি কখনোই মেনে নেয়া হবে না এবং এগুলোর বিরুদ্ধে লড়াই আরো তীব্রতর হবে।উল্লেখ্য, ২০০১ সালে আমেরিকান নেতৃত্বাধীন বাহিনী আগ্রাসনে আফগানিস্তানের তালেবান সরকারের পতন ঘটে এবং মোল্লা ওমর সে থেকে গা ঢাকা দিয়ে আছেন। সূত্র: ডন

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।