আমাদের কথা খুঁজে নিন

   

কেন এ ব্যবধান?

আজকে তাদের অবস্থান কি এলো মেলো ভাবনা টি। নামল শীত দেশ জুড়ে গরীব দুখি কেঁদে ফেরে। শহর নগর পথ প্রান্তরে কার দুঃখ কে লক্ষ্য করে, নুন আনতে পান্তা ফুরায় শীত বস্ত্র কোথায় পায়? নামি দামি পোষাক পরে গরীবকে শোষন তারা করে, শীত গ্রীষ্ম ধনীর জন্য গরীবের ব্যবস্থা হয়না কেন? গরীব হওয়া মহা পাপ শীত গ্রীষ্ম অভিসাপ, প্রচন্ড শীতে হাড় কাঁপুনি মেলেনা কোন তেনা কানি। ধনী লোকের মহৎ মান গরীবের আদর কাজের স্থান, নিচু মানের খাবার দান, গরীবের বেলায় কেন এ ব্যবধান। গরীবের চেয় হও গনি গরীবকে কিছু দাও ধনী; গরীব নইলে দেশ চলেনা দেখ দেশের কল কারখানা, চাষির কথা দিলাম ছেড়ে দুঃখ কষ্টে জীবন গড়ে, তাদের সম্বল হাল বলদ ন্যায্য হিস্যায় ভীষন গলদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।