আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে মাহফুজুর রহমানের ৭ গান

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ঈদের তিনটি টেলিফিল্ম ও একটি নাটকে মোট সাতটি গানে কণ্ঠ দিয়েছেন।

শুধু তাই নয়, এর মধ্যে দুটি গান তিনি নিজে লিখে নিজেই সুর করেছেন। আগামী ঈদে এটিএন বাংলার ৬ দিনব্যাপী অনুষ্ঠানমালায় এগুলো প্রচার হবে। তার লেখা ও সুর করা গানগুলো দেখা যাবে সাদেক সিদ্দিকী পরিচালিত 'তুমি যে আমার কবিতা' এবং শেখ রুনা পরিচালিত 'হয়তো তবুও ভালোবাসা' টেলিফিল্মে। টেলিফিল্মে তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইভা রহমান।

বাকি পাঁচ গানের তিনটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন আনজানা এবং একটি গানে কণ্ঠ দিয়েছেন তাসমি। এ গানগুলো খ্যাতিমান পরিচালক মোহন খানের পাঁচ পর্বের ঈদ ধারাবাহিক 'খোঁজ' এবং 'বড় ভালোবাসি তোমায়' নামে একটি টেলিফিল্মে দেখা যাবে। অন্য গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ। লিখেছেন আহমেদ রিজভী ও শেখ রেজা শানু। গান রচনা এবং সুর করা প্রসঙ্গে ড. মাহফুজুর রহমান বলেন, হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম গান লিখব।

ইচ্ছা হলো নিজের লেখা গানে সুরারোপ করার। করে ফেললাম। আসলে মানুষ চাইলে সব কিছুই পারে। ইচ্ছাটাই যথেষ্ট।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।