আমাদের কথা খুঁজে নিন

   

২৫ অক্টোবর জনসভা করবই: বিএনপি

নির্বাচনের দিন গণনার শুরুতে বিএনপির জনসভা এবং সেদিন রাজপথে আওয়ামী লীগের অবস্থান নেয়ার ঘোষণায় দেশের মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। বিএনপির জনসভায় খালেদা জিয়ার অংশ নেয়ার কথা রয়েছে। ওই জনসভায় বাধা মোকাবেলায় সশস্ত্র প্রস্তুতি নেয়ার জন্যও ইতোমধ্যে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। বিএনপি ২৫ অক্টোবর সমাবেশের ঘোষণা দিলেও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, কোনো সহিংস সমাবেশের অনুমতি দেয়া হবে না। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “সারাদেশ থেকে জনগণ পদাতিক বাহিনীর মতো ঢাকার জনসভায় যোগ দিতে প্রস্তুত হয়ে আছে।

আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জায়গার জন্য অনুমতি চেয়ে চিঠি দিয়েছি, এখনো জায়গা ঠিক হয়নি। তবে আগামী ২৫ জানুয়ারির জনসভা হবেই। ”“আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, সেদিন নিরস্ত্র পদাতিক বাহিনীর জনগণকে যদি সরকার বাধা দেয়, তাহলে তারা গোলন্দাজ বাহিনীতে পরিণত হবে এবং এর সমুচিত জবাব দেবে। ”

সোহরাওয়ার্দী উদ্যান, পল্টন ময়দান ও নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক জনসভার জন্য চেয়ে ইতোমধ্যে  পুলিশের কাছে চিঠি দিয়েছে বিএনপি। তবে এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশ কোনো সিদ্ধান্ত জানায়নি।

রিজভী বলেন, “নির্দলীয় সরকারের দাবিকে সরকার তার অনুগত আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য দিয়ে দাবিয়ে রাখতে চায়। আমরা তাদের বলে দিতে চাই, কোনো ষড়যন্ত্র কাজ হবে না। গণঅভ্যুত্থানে জনগণ এই দাবি প্রতিষ্ঠা করবেই। ” নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদও ছিলেন।



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।