আমাদের কথা খুঁজে নিন

   

অত ভাত দুধ দিয়ে খাওয়া যায় না: ইনু

বিরোধী দলের কর্মকাণ্ড প্রসঙ্গে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “অত ভাত দুধ দিয়ে খাওয়া যায় না। ”
২৪ অক্টোবরের পর বিএনপির কঠোর আন্দোলনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, “২৪ অক্টোবরের পর সরকার উৎখাত, হাসিনার ক্ষমতাচ্যূতি, হাসানুল হক ইনুর ঠ্যাং ভাঙ্গা, খালেদার গদি দখল, পরিবারতন্ত্র কায়েম- এতসব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। ”
সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে এখন সংসদের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন হবে। এই সময়ে সরকারে থাকবে আওয়ামী লীগ; সংসদও বহাল থাকবে।
ফাইল ছবি
ফাইল ছবি
দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে বিএনপি নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করে আসছে।


সংসদের চলতি অধিবেশন ২৪ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত রয়েছে কার্যউপদেষ্টা কমিটির। এর মধ্যে নির্দলীয় সরকার পদ্ধতির বিল সংসদে পাস না করলে ২৫ অক্টোবর থেকে সরকার পতনের কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি।
কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে জাসদ সভাপতি ইনু সাংবাদিকদের বলেন, “মানুষ বোকা না, যা ভাবছেন তা হবে না।
“বিএনপির তারেক-কোকো, বাংলা ভাই, তেঁতুল হুজুর, তালেবানি রাজত্ব কায়েমের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। ”
পরে তিনি প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।


সভায় এ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল সভাপতিত্ব করেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।