আমাদের কথা খুঁজে নিন

   

Banglalink সিম দিয়ে সকল অ্যান্ড্রয়েডে ফ্রী নেট এবং ব্যবহার করুন ও আনলিমিটেড ডাউনলোড করুন [ poblem সমাধান সহ ]

সবাই কেমন আছেন? মনে হয় ভালোই আছেন । আজ হাজির হলাম বাংলালিংক সিম দিয়ে ফ্রী নেট চালানোর সিস্টেম নিয়ে । বক বক বাদ দিয়ে কাজের কথাই আসি ।
সিন্দুক থেকে একটা বাংলালিংক সিম খুজে বের করুন যেটাতে আল্লাহ্‌র অশেষ রহমতে ১ পয়সাও নাই । এবার P1 লিখে একটা এস এম এস পাঠাই দিন 3343 নাম্বারে ।

ব্যাস হয়ে গেলো নেট চালু ।
এবার আপনার ফোনে নিচের মত ম্যানুয়াল কনফিগারেশন করে নিন ।
Name = techtuneslover Apn= blweb Proxy= 80.239.242.241 Port= 80
নিচের স্ক্রিনশট দেখুন = = > আর কোন কিছু লিখবেন না । এটাকে ডিফল্ট কনফিগারেশন হিসেবে সিলেক্ট করুন ।
এবার ঘ্যাচাং করে নিচের লিঙ্ক থেকে ওপেরা মিনি লেটেস্ট ভার্শনের Handler টা ডাউনলোড করে নিন ।

তবে যে কোন ওপেরা Handler এ কাজ হবে । Download http://qfs.mobi/f933368 ডাউনলোড শেষ হলে সেটআপ দিয়ে ফেলুন । এটা ওপেন করলে Child Lock নামের একটা কোড চাইবে । ওখানে দিন -
নিচের স্ক্রিন শট দেখুন = এরপর ওকে প্রেস করলে একটা Handler মেনু ওপেন হবে । নিচের দিকে Remove Port এ টিক মেরে দিন ।

Proxy Type সিলেক্ট করুন HTTP ।
নিচে Proxy Server এ লিখুন – wap.banglalinkgsm.com
আপনি সরাসরি কোন সাইট ভিজিট করতে পারবেন । এর আগের পোস্টে শুধু ব্রাউজিং হত , আর এটাতে ডাউনলোডও হবে, তাও কোন রকমের ডিসকানেক্ট ছাড়া ।
উদাহরণঃ টিপস টিউন ভিজিট করতে লিখুন –
techtunes.com.bb
এই পদ্ধতি ১০০% কাজ করবে । ট্রাই করে দেখুন ।

ব্যালেন্সে কিন্তু ভুলেও টাকা রাখবেন না । ঘ্যাচাং করে কেটে নেবে । আশা করি সবাই সফলভাবে কাজগুলো শেষ করতে পারবেন । তারপরও কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন । ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন , প্রবলেম হলেও জানাবেন ।

ভবিষ্যতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসার চেস্টা করবো । আর এই ফ্রী নেটটা যে কোন মুহূর্তে বন্ধ হতে পারে , তার জন্য আমি দায়ি না । কষ্ট করে পোস্টটা পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ । একটা পোস্ট করতে যে কি পরিমানে কষ্ট হয় তা যে পোস্ট করে সেই বোঝে । তাই কেও এই পোস্টটা কপি পেস্ট করলে আমার আর টিপস টিউনের নামটা দিয়েন ।

সবাই ভালো থাকুন । আল্লাহ্‌ হাফেজ । আমার ওয়েবসাইট https://TipsBD24.com আামি ফেসবুকে https://facebook.com/noxious.bd

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৪১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।