আমাদের কথা খুঁজে নিন

   

ট্যানটা বাবা আর ঘ্যাংগা বাবার ঈদ

জনপ্রিয় লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদ নেই। কিন্তু মৃত্যুর পরও তাকে একদণ্ড ভুলতে পারেনি তার দুই ছেলে নিষাদ ও নিনিত । ছেলেদের আদর করে ডাকতেন ট্যানটা বাবা (নিষাদ) আর ঘ্যাংগা বাবা (নিনিত)।  বাবার সাথে ঈদের নামাজে যেতে সকালে উঠতে কষ্ট হতো তাদের। কিন্তু বাবার কথা মনে করে এবারের ঈদে ঠিক সময়েই ঘুম থেকে জেগেছে তারা। বাবাকে না পেলেও হুমায়ূন স্ত্রী শাওনের বাবা অর্থাৎ তাদের নানার সঙ্গেই এবার ঈদের নামাজে গেছে তারা। হুমায়ূনহীন সন্তানদের নিয়ে এবারের ঈদ উদযাপন প্রসঙ্গে  শাওন এমন কথাই জানালেন ঈদের দিন তার ফেসবুক বার্তায়।

শাওন লিখেন-

নিষাদ যখন প্রথম ঈদের নামাজে যায় তখন তার বয়স ছিল ৫ মাস... সঙ্গী ছিল তার বাবা, বড়ভাই নুহাশ, তার বাবার old fools club এর নিয়মিত বন্ধুরা আর নিষাদের প্রিয় বন্ধু অন্বয়...

নিনিত প্রথম ঈদের নামাজে যায় আড়াই মাস বয়সে...

ছোট্ট নিনিতকে সকালে ঘুম থেকে উঠাতে বেশ কষ্ট হতো... কিন্তু তাদের বাবার খুব পছন্দের বিষয় ছিল পুত্রদের সাথে নিয়ে আয়োজন করে ঈদের নামাজ পড়া... 

আমার দুই বাবা আজ ঈদের দিন খুব সকালে ডাকতেই উঠে পড়ল...

তারপর আমার আরেক বাবা.., তাদের নানার সাথে ঈদের নামাজ পরতে গেল...

হুমায়ূন আহমেদ এর ট্যানটা বাবা আর ঘ্যাংগা বাবা...

আমার দুই রাজপুত্র...

যাদের জন্য আমি নিঃশ্বাস নিতে পারি এখনও...

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.