আমাদের কথা খুঁজে নিন

   

১৭শ' বছরের পুরোনো কফিন উদ্ধার

ব্রিটেনে মাঠ খুঁড়ে পাওয়া গেছে ১৭শ’ বছর পুরোনো একটি কফিন। কফিনের আকৃতি ও আলপনা দেখে ধারণা করা হচ্ছে এটি তৃতীয় শতকের কোন রোমান ধনী ব্যক্তির শিশু সন্তানের কফিন। কফিনটি যেখানে পাওয়া যায় তার দুই কিলোমিটার উত্তরে গুপ্তধন শিকারিরা মাটির নিচে অনুসন্ধান করছিল। একসময় লিসেস্টারসেয়ার ওই মাঠের খুব কাছে চলে এলে শিকারিদের মেটাল ডিটেক্টর মাটির নিচে ধাতব কিছুর অস্তিত্বের ইঙ্গিত দেয়। পরে মাটি খুঁড়ে এই কফিন উদ্ধার করা হয়।

এটি খ্রিস্টান ধনী ব্যক্তিদের সমাধিস্থল ছিল কি না সে ব্যাপারে নিশ্চিত হবার জন্য ঠিক কোন যায়গায় কফিনটি পাওয়া গেছে তা এখনো গোপন রাখা হয়েছে। ওই কফিন উদ্ধারকারীর নাম ক্রিস রাইট (৩০)। তিনি জানান, আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। ওই মাঠে আমরা দিনভর ঘণ্টার পর ঘণ্টা খুঁজে গেছি। খুঁজতে খুঁজতে হঠাৎ মেটাল ডিটেক্টরে হালকা শব্দ শুনতে পাই।

প্রধমে আমরা এড়িয়ে যেতে চেয়েও ভাবলাম খুঁড়ে দেখি এবং এরপর মাটির একটু গভীরে যেতেই আমরা এই কফিনের সন্ধান পাই।

তিনি আরো জানান, আমরা খুঁড়তে খুঁড়তে বুঝতে পারছিলাম এটি বিশেষ কোন কিছু হবে। যখন আমরা বুঝতে পারি এটি এমন এক প্রত্নতত্ত্ব তখন আনন্দে লাফিয়ে উঠি। তবে এখন নানান প্রশ্নের জন্ম নিচ্ছে সবার মাঝে এই শিশুটিকে এখানে কেন সমাধিস্থ করা হল কিংবা প্রকৃত সমাধিস্থ্ হবার সময়টাই বা কখন?

কফিনটি আনুমানিক মাটির  ৪ ফুট গভীরে ছিল। তবে এটি সম্পূর্ণ সীসা দিয়ে তৈরি বলে আমাদের এটি খুঁজে পেতে তেমন কোন সমস্যা হয়নি।

কফিনটি দেখে অনুমান করা যায়, এটি একটি শিশুর কফিন এবং তৃতীয় শতকের প্রথম ভাগের কোন এক সম্ভ্রান্ত খ্রিষ্টান সম্প্রদায়ের সমাধি। আর এই কফিনটির মূল্য ২ কোটি ৫০ লক্ষ টাকা হবে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।