আমাদের কথা খুঁজে নিন

   

ম‍ুখ থুবড়ে পড়েছে বৈদেশিক সহায়তা ছাড়

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেই ম‍ুখ থুবড়ে পড়েছে বৈদেশিক সহায়তা ছাড়।

বৈদেশিক সহায়তা ছাড় গত অর্থবছরের তুলনায় ২২ শতাংশ কমেছে। ২০১৩-১৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দাতাগোষ্ঠী দেশের চলমান উন্নয়ন প্রকল্পের অনুক‍ূলে মোট ৪২ কোটি ২৭ লাখ ডলারের বৈদেশিক ঋণ সহায়তা ছাড় করে।

 চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এ ছাড় গত ২০১২-১৩ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১২ কোটি ৪০ লাখ ডলার কম।

 গত অর্থবছরের একই সময়ে দাতারা প্রায় ৫৪ কোটি ৬০ লাখ ডলার ছাড় করেছিল। সে হিসেবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অর্থছাড় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ কম। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ সব তথ্য জানা গেছে।সূত্র জানায়, চলতি অর্থবছরের একই সময়ে দাতাদের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার ক্ষেত্রেও গত অর্থবছরের তুলনায় অনেক পিছিয়ে। গত অর্থবছরের প্রথম তিন মাসে যেখানে ৬৫ কোটি ৭০ লাখ ডলারের ঋণ ও অনুদান সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল, সেখানে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পাওয়া গেছে মাত্র ৪২ কোটি ২৭ লাখ ডলার।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।