আমাদের কথা খুঁজে নিন

   

তিস্তার পানি দেয়া নিয়ে তদন্তের নির্দেশ মমতার

বাংলাদেশকে তিস্তার পানি বেশি পরিমাণে ছেড়ে দেয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এ বিষয়ে রাজ্যের সেচমন্ত্রী রাজীব ব্যানার্জী বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক প্রশাসনিক বৈঠকে অভিযোগ করেছেন যে সেচদপ্তরের কিছু কর্মী অনৈতিকভাবে বাংলাদেশকে বেশি পরিমাণে পানি ছেড়ে দিচ্ছেন। মিজ ব্যানার্জীর ওই অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরু হচ্ছে। তাঁর দপ্তরের কেউ জড়িত কী না সেটাও তদন্তেই স্পষ্ট হয়ে যাবে বলে সেচমন্ত্রী মি. ব্যানার্জী জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার রাতে উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরে এক প্রশাসনিক বৈঠকে তিস্তার পানি নিয়ে বলেন যে তিনি খবর পেয়েছেন যে শুখা মরসুমে বাংলাদেশকে অতিরিক্ত পানি দিয়ে দেওয়া হচ্ছে।

তিস্তা বাঁধ প্রকল্পের কিছু কর্মী-অফিসার অনৈতিকভাবে ওই কাজ করছেন বলেও মুখ্যমন্ত্রীর অভিযোগ। এ ধরণের কাজকে দেশবিরোধী বলেও বর্ণনা করেন মমতা ব্যানার্জি। বৈঠকে হাজির একাধিক সূত্র মমতা ব্যানর্জির ওই অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে সূত্রগুলি আরো জানিয়েছে যে উত্তরবঙ্গের কৃষকরা যাতে চাষের জন্য প্রয়োজনীয় পানি পান, তার জন্যই তিস্তার পানিবণ্টন চুক্তির বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার।

বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তার পানিবন্টন নিয়ে চুক্তি হওয়ার কথা ছিল ২০১১ সালে মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়ে।

কিন্তু শেষ মুহুর্তে মমতা ব্যানার্জী ওই চুক্তির সরাসরি বিরোধিতা শুরু করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.