আমাদের কথা খুঁজে নিন

   

Bulk Sms দিয়ে মজা করুন বন্ধু ও বান্ধবীদের সাথে, আপনার প্রতিষ্ঠানের প্রচারনা বাড়াতে পারেন ।

আজ আমি লিখবো Bulk Sms এর উপকারিতা, অপকারিতা ও মজার বিষয় গুলো নিয়ে, দিনে দিনে Bulk Sms এর জনপ্রিয়তা বেড়েই চলছে, আমাদের দেশের অনেক কোম্পানি ইতিমধ্য Bulk Sms ব্যবহার শুরু করে দিয়েছে যা সত্যই খুব ভাল দিক আবার এর খারাপ দিক আছে আলোচনার মধ্য হয়তো জেনে যাবেন, যারা মোবাইল ব্যবহারকারি আছেন তাদের সবাইকে এই Sms এর খপ্পরে পরতে হয়েছে ।
bulk Sms এর মাধ্যমে আপনি আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম বা যেকোন নাম্বার ব্যবহার করে ক্রেতা, গ্রাহক বা বন্ধু বা বান্ধবীদের নাম্বারে এসএমএস পাঠাতে পারবেন যেমন আমাদের মোবাইলে ম্যসেজ আসে Gp Info, Bl Info, flexi Load, Brac Bank, GrameenPhone, BanglaLink,  ইত্যাদি নাম থেকে তাতে কোন নাম্বার থাকেনা, আবার বিভিন্ন শর্টকোড থেকে ম্যাসেজ আসে যেমন 2000, 9999, 5566 , 7777 ইত্যাদি,
Bulk Sms এর মাধ্যমে আপনিও আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে ম্যাসেজ পাঠাতে পারেন ।
যেমন ধরুন আপনার প্রতিষ্ঠানের নাম Pc HelpLine তাহলে Pc HelpLine নাম ব্যবহার করেই আপনার সকল গ্রাহকের মোবাইলে বার্তা পৌঁছে দিতে পারেন, যেমন আপনার প্রতিষ্ঠানের সকল সকল গ্রাহককে বিজয় দিবসের শুভেচ্ছা পাঠাতে চান বা কোন অনুষ্ঠানের বিষয়ে তাকে মনে করিয়ে দিতে চান তবে এভাবে ম্যাসেজ পাঠাতে পারেন ।   এতে গ্রাহকের সহজেই জেনে গেলেন Pc HelpLine থেকে তাকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে বা পিসিহেল্পলাইনের মিটআপে  আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে ।
আমার এক বন্ধুর সাথে বাজি ধরে ৫০০ টাকা জিতেছি কয়েক দিন আগে,
বাজিটা ছিল এমন ঐ বন্ধুর নাম্বার ব্যবহার করে তার প্রেমিকার মোবাইলে এসএমএস  পাঠাবো , বন্ধু বলে জীবনেও সম্ভবনা !  অসম্ভব কে সম্ভব করাই অনন্তের কাজ ।


বন্ধুর নাম্বার ব্যবহার করে তার প্রেমিকার মোবাইলে এসএমএস পাঠালাম আমি, তার প্রেমিকা ভাবলো আমার বন্ধু পাঠিয়েছে ।
জিতে নিয়েছি ৫০০ টাকা  Bulk Sms কল্যানে ,
আমার ফেসবুক বন্ধু Nasir Uddin এর একটা স্ট্যাটাস দেখুন ।
আমার এক ফ্রেন্ডের 01711 সিরিজের ফোন নাম্বার আছে। সেইটা নিয়া গর্ব করতে করতে সে প্রায় গর্ভবতি হইয়া গেছে
কয়েক দিন আগে ফেক ম্যাসেজ দিয়ে তারে Grameenphone থেকে ম্যাসেজ দিছিলাম। লিখছিলাম,
Dear, we have got a huge report about you number. Your sim card will turn to close soon. Thank you.
এই ম্যাসেজ পাইয়া সে, একবার আমাদের বলে, আবার gp কেয়ারে গিয়ে বলে।

আবার 121 এ কল করে। কিন্তু কেও তেমন কোন info দিতে পারে না। পুরা ফাপরের উপ্রে ছিল। কারণ ওই সিম হারালে ও স্ট্রোক করবে
যাউক, তিন দিন এই ভাবে রাখার পর ব্যাচারা রে দেখে মায়া হল। তাই বলে দিছিলাম।

যে কাজটা আমিই করছি
আবার বেশ কয়েকজন কে Flexiload এর ফেক ম্যাসেজ দিয়া সেরাম মজা করছি।
আজকে আবার অনেক গুলা ফেক ম্যাসেজ নিলাম। এই বার ঈদে ঢাকা থেকে যে গুলা আসছে, সব গুলার লগে মজা নিমু একটু পরই স্টার্ট হবে।
আপনি যার থেকে বাল্ক এসএমএস কিনবেন সে আপনাকে কন্ট্রোল প্যানেল দিবে এসএমএস পাঠানোর জন্য ।
Sender Id তে আপনি যেনাম বা নাম্বার থেকে পাঠাতে চান তা লিখুন ।


Mobile Number: আগে ৮৮ লিখে যাকে পাঠাবেন তার নাম্বার লিখুন ।
Message: আপনার কাংখিত বার্তা লিখুন ।   এবং পাঠিয়ে দিন ।
সতর্কতাঃ বিদেশে এই এসএমএস পাঠালে একবারেই আপনার ৮ পয়েন্ট কেটে নিবে ।
Google এ সার্চ করলে অনেক কোম্পানি পাবেন বাল্ক এসএমএস কেনার জন্য, সমস্যা মনে হলে আমাকে বলতে পারেন আমি কিনে দিবো
বাল্ক এসএমএসের নির্ধারণ হয় আপনি কত এসএমএস কিনবেন তার উপরে আপনি নির্ভর করবে, আপনি যতবেশি এসএমএস কিনবেন তত দাম কমে আসবে ।


আমার লেখার মূল উদ্দেশ্য হলো বাল্ক এসএমএস এর ক্ষতিকর গুলো সবার সামনে উপস্থাপন করা ও সকলকে সচেতন করা ।
ধন্যবাদ ভালো থাকুন সবাই, ফেসবুক বা টুইটারে পোস্টটি শেয়ার করে সকলকে সচেতন করুন ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১০০ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।