আমাদের কথা খুঁজে নিন

   

হাজার ডলারে গুগল শেয়ার

সংবাদ সংস্থা সিএনএন ও রয়টার্স পৃথক খবরে জানিয়েছে, গুগলের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর দাম বেড়েছে শেয়ারের । বর্তমানে গুগল শেয়ারের মূল্য প্রায় এক হাজার ডলার।
গুগলের বিক্রি প্রবৃদ্ধির হার ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের ধারণাকে ছাড়িয়ে গেছে। প্রবৃদ্ধি বাড়ার পেছনে রয়েছে গুগলের বহুমুখী সেবার নতুনত্ব ও অভিনব বাজারজাত কৌশল। গুগলের আয়ের ৯২ ভাগ আসে সার্চ ইঞ্জিন থেকে।


গত প্রান্তিকের চেয়ে গুগলের সার্চ ইঞ্জিনে ক্লিক বেড়েছে ২৬ ভাগ। সার্চ ইঞ্জিনে ক্লিক বাড়লেও এ থেকে আয় বাড়েনি; বরং আয় কমেছে আট ভাগ।
বিশ্বজুড়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান গুগলের সেবায় যোগ হয়েছে মোবাইল সেবা। মোবাইল ফোন নির্মাতা মটোরোলা কিনে নেওয়াকেও ইতিবাচকভাবে দেখছে প্রযুক্তি বিশ্লেষকরা।
এ ছাড়া স্মার্টফোনে গুগলের ভিডিও শেয়ারিং সার্ভিস ইউটিউব ব্যবহার বেড়েছে।

ইউটিউবের ৪০ ভাগ হিট হয় স্মার্টফোন থেকে। ২০১১ সালে তা ছিল মাত্র ছয় ভাগ।
গত এক বছরে গুগলের আয় বেড়েছে ১২ ভাগ। এদিকে শেয়ার প্রতি আয় হয়েছে ১০.৭৪ ডলার।
গত প্রান্তিকে গুগলের শেয়ারপ্রতি আয় হয়েছিল ৬.৫৩ ডলার।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.