আমাদের কথা খুঁজে নিন

   

সত্যেন্দ্রনাথ বসুর এম.এস.সি ইন ম্যাথস মার্কশীট (ছবি সহ)। ব্যাক ইন ১৯১৫


একজন ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু কে জানি । তাঁর গবেষণার ক্ষেত্র ছিল গাণিতিক পদার্থবিদ্যা। সত্যেন্দ্রনাথ বসু আলবার্ট আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস-আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন, যা পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে বিবেচিত হয়। আজ উনার এম.এস.সি ইন মিক্সড ম্যাথ এর মার্কশীট টা দেখাব । উনি ১৯১৫ তে মিক্সড ম্যাথ এ ৮০০ নাম্বারের মাঝে ৭৩৬ পাইছিলেন ।

যা এখনও পর্যন্ত রের্কড মার্কস ক্যালকাটা ইউনি তে । ১০০ তে ১০০ পেয়েছিলেন একটা পেপারে । কি অসম্ভব একটা কাজ ছিল তখন ১০০ তে ১০০ পাওয়া । ১৯২০ তিনি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কাজ করেন । যার রিসার্চ ও চলছে ।

আসুন তার মার্কশীট টি দেখুন । আমার দেখে বিশ্বাস হচ্ছিল না, খুব দূর্লভ একটা ছবি । ধন্যবাদ । উনাকে নিয়ে বাকী লেখা এখানে পাবেন : বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসু হ্যাটস অফ বস । রেস্ট ইন পিস।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.