আমাদের কথা খুঁজে নিন

   

সেই দিনের কিছু কথা...একটা মিস কল বদলে দিতে পারে অনেক কিছু...

একটা মিস কল বদলে দিতে পারে একটি ছেলের জীবন। আমার বন্ধু রাশেদ এর মোবাইল এ একটি মিস কল আসে। কিন্তু রাশেদ সেই মিস কল এর কোন উত্তর দেইনি। যেহেতু সেটা একটা অপরিচিত কল ছিল। দুইদিন পর সেই নাম্বার থেকে আবার একটি মিস কল।

তারপর আবার। এভাবে সেই নাম্বার থেকে চারটি মিস কল আসলো। কিন্তু রাশেদ তাতে কোন উত্তর করলো না। বিরক্ত হয়ে সেই মিস কল প্রদান কারি নিজেই কল করলো রাশেদকে। নিলিমাঃ হেলো, আপনি কে বলছেন? আপনার নাম কি? রাশেদঃ জি আমি একটা মানুষ, আর আমার নাম রাশেদ।

আপনি কাকে চাচ্ছেন? নিলিমাঃ আপনাকে কতগুলো মিস কল দিলাম। আপনি আমাকে কল দিলেন না যে। এটা কিন্তু ঠিক না। কোন জরুরী ফোন ও তো হতে পারতো। রাশেদঃ দেখেন।

আমি কিন্তু আপনাকে চিনিনা। তাই আপনার মিস কলের উত্তর ও আমি দিতে চাইনি। আর আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেননি। আপনি কে? আর আপনি কাকে চাচ্ছেন? নিলিমাঃ আমার নাম নীলিমা। আমি কি আপনার সাথে কথা বলতে পারি? রাশেদঃ দেখেন আমি অপরিচিত কারো সাথে কথা বলি না।

আমি এখন ফোন টা রাখবো। নিলিমাঃ এত ঢং করেন কেন? বেশি দেমাগ দেখানো ঠিক না। এই বলে মেয়েটি ফোনটা রেখেদিল। রাশেদ তো অবাক হয়ে ফোন টার দিকে চেয়ে থাকল। তারপর সে টার কাজে মনোনিবেশ করলো।

রাত ১২ টা বেজে ১০ মিনিট। সেই নাম্বার থেকে আবার ফোন। না এবার কোন মিস কল দেইনি। নিলিমাঃ হেলো, রাশেদ ভাই বলছেন? রাশেদঃ হ্যাঁ, আপনি কে বলছেন? নিলিমাঃ আপনি আমাকে চিনতে পারছেন না? আমি নীলিমা। আপনাকে আমি কল দিয়েছিলাম।

রাশেদঃ ও হ্যাঁ। চিনতে পেরেছি। কেমন আছেন? নিলিমাঃ আমি ভাল আছি। একটা কথা বলার জন্য আপনাকে আমি এত রাতে কল দিয়েছি আপনি কিছু মনে করছেন নাতো? রাশেদঃ না। কি বলবেন তাড়াতাড়ি বলবেন।

আমি এখন ঘুমোতে যাব। সকালে আমার অফিস আছে। নিলিমাঃ আচ্ছা আপনি এতো মুড দেখান কেন? আমি আপনার ঘুম নষ্ট করব না। আমি সকালের ব্যাবহারের জন্য লজ্জিত। দুঃখিত।

আমাকে আপনি ক্ষমা করে দিবেন। ভাল থাকবেন। শুভ রাত্রি। ফোন টা কেটে গেল। রাশেদ বুজতেই পারল না সে কি কোন স্বপ্ন দেখছে নাকি অন্য কিছু? কিছুক্ষণ ভাবতে ভাবতে রাশেদ ঘুমিয়ে পরল... চলবে... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।