আমাদের কথা খুঁজে নিন

   

আমি অথই রাত্রির কোলে জেগে জেগে ব্যর্থ পদাবলীতে ভরিয়ে তুললাম শিলপাটা

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। পথ চলতে চলতে পায়ের পাতা ঘষে ঘষে ক্ষয়ে গেলো, সূর্যলোকে সাদা চামড়ায় আস্তর পড়ে গেলো সবুজ ঘাসের মাঠ পদচাপে হলুদ হয়ে গেলো প্রেয়সীর যৌবনে পড়লো ভাঁটা আর আমি অথই রাত্রির কোলে জেগে জেগে ব্যর্থ পদাবলীতে ভরিয়ে তুললাম শিলপাটা। কাঙ্ক্ষিত আসে না আর, ঠুনকো ভুলে সেই যে অভিমানে চলে গেছে জীবনের প্রথম বেলার প্রতীতি স্বপ্নের ঘোরে শুধু আসে আর যায় কাছে আসেনা ভুলেও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।